এমনিতেই ভেঙে পড়েছিল বাবরি! ৩২ জনের বেকসুর খালাসে ব্যাঙ্গাত্মক টুইট বলিউডি সেলেবদের!

২৮ বছর ধরে অভিযুক্ত। আর বাবরি ধ্বংস কান্ডে আজকের বিচারকের রায়ে একসঙ্গে বেকসুর খালাস পেয়ে গেলেন ৩২ জন অভিযুক্তই। তাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের সমস্ত অভিযোগ খারিজ করে দিল আদালত।
সিবিআই আদালতের (CBI court) বিচারক সুরেন্দ্র কুমার যাদব (Surendra Kumar Yadav)-এর ঐতিহাসিক রায়ে বেকসুর খালাস পেয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী (Lal Krishna Advani) সহ ঊমা ভারতী, মুরলী মনোহর জোশী, কল্যাণ সিং, বিনয় কাটিয়ার, নৃত্যগোপাল দাস, চম্পত রাই, সাধ্বী ঋতম্ভরা, সাক্ষী মহারাজদের বেকসুর ও বাকিদেরও খালাস ঘোষণা করে দেওয়া হয়।
बाबरी मस्जिद ख़ुद ही गिर गया था। 🙏🏽🙏🏽🙏🏽
— Swara Bhasker (@ReallySwara) September 30, 2020
আদালতের তরফে জানানো হয়, বাবরি ধ্বংসের ঘটনা পূর্বপরিকল্পিত নয়। এটি আচমকা একটি ঘটনা। অভিযুক্ত নেতারা ওই সময় জনতার একচ্ছত্র জমায়েতকে থামানোরই চেষ্টা করেছিলেন। তারা উস্কানি মূলক কিছু কাজ করেননি। আর আজকের এই রায়দানের পরেই সমাজের বিভিন্ন অংশের পাশাপাশি বলিউড সেলেবরাও (Bollywood celebrities) নিজেদের মত প্রকাশ করেন।
The Babri Masjid Demolition was an 'Act of God'. https://t.co/t3oCWeueyg
— Hansal Mehta (@mehtahansal) September 30, 2020
অনুভব সিনহা থেকে হনশল মেহতা, স্বরা ভাস্কর, গওহর খান প্রত্যেকেই বাবরি ধ্বংস মামলার রায়দানের পর নিজেদের মত প্রকাশ করতে শুরু করেন। কেউ আডবাণীকে শুভেচ্ছা জানান আবার কেউ কেউ মজার ছলে লেখেন বাবরি আচমকাই ভেঙে পড়েছিল। কেউ আবার লেখেন শুরু করেন, ভূমিকম্পের জেরে ভেঙে পড়েছিল বাবরি মসজিদ। সবকিছু মিলিয়ে বাবরি ধ্বংসের প্রায় ২৮ বছর পর রায়ে ৩২ জন বেকসুর খালাস পাওয়ায় যথেষ্টই কটাক্ষ ভেসে বেড়াচ্ছে নেট পাড়ায়। তবে শুধুমাত্র সেলেবরাই নয় সাধারণ মানুষও যথেষ্ট কটাক্ষ করছে এই বিষয়ে।