Corona Breaking: কোভিড পজিটিভ হলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, গেলেন হোম আইসোলেশনে!

দিকে দিকে যেভাবে করোনা ছড়িয়ে পড়েছে তাতে আতঙ্কিত হয়ে পড়ছে সাধারণ মানুষ। সেলিব্রিটি থেকে ছাপোষা মধ্যবিত্ত কাউকেই ছাড় দিচ্ছে না কোভিড নাইনটিন! এই অবস্থায় মানুষ দিশেহারা কি করবে ভেবে ভেবে। তাই যতটা পারছে মানুষ এখন মাস্ক পরে রাস্তায় বের হচ্ছে, সঙ্গে নিত্যদিন চলছে ভিটামিন সি ভিটামিন ডি সেবন।
এবার জানা গেল মুখ্যমন্ত্রী কোভিড পজিটিভ হয়েছেন। না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো সুস্থই আছেন। কোভিড পজিটিভ হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই। তারা দুজনেই রয়েছেন হোম আইসোলেশন এ।
জানা গিয়েছে গত সপ্তাহে 11 জন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাড়িতে দেখা করতে এসেছিলেন তাদের মধ্যে 6 জনের কোভিড রিপোর্ট পজিটিভ আসে।তারপরই নীতীশ কুমারের কিছুটা শরীর খারাপ হওয়ায় তার করোনা টেস্ট করা হয় এবং দেখা যায় তিনি নিজেও কোভিড পজিটিভ হয়ে গেছেন। অন্যদিকে কর্নাটকের মুখ্যমন্ত্রীর শরীরে দেখা দিয়েছে মৃদু উপসর্গ সেজন্যই তিনি নিজেকে হোম কোয়ারেন্টাইনে রেখেছেন বলে জানা গিয়েছে।