দেশ

ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন সহ মোট আট সাংসদ বহিষ্কৃত! দুর্ভাগ্যজনক আখ্যা মমতার

রাজ্যসভায় (Rajya Sabha) হাঙ্গামার জন্য আট সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। আর এই ঘটনার পরই মুখ খুলে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন বঙ্গ রাজনীতির সর্বেসর্বা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাংসদদের বহিস্কার দুর্ভাগ্যজনক বলেও আখ্যা দিয়েছেন তিনি।

আজ‌ই আট সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এর মধ্যে দুইজন সংসদ বাংলার। প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণের (Harivansh Narayan) সামনে থাকা মাইক্রোফোন ও রুল বুক নিয়ে টানাটানি পর্যন্ত করেছিলেন; তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। রীতিমতো হাঙ্গামা শুরু করে; নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করেন। তাই ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন (Dola Sen) সহ মোট আট সাংসদকে বহিস্কার করা হয়।

আর কেন্দ্রীয় সরকারের (Central Government) নেওয়া এই সিদ্ধান্তের পরই আসরে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘স্বৈরাচারী’ বিজেপি সরকারের বিরুদ্ধে; লড়াই জারি করার হুঁশিয়ারি দেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বঙ্গ শাসিকা মমতা বন্দ্যোপাধ্যায়।

একটি টুইটের মাধ্যমে নিজের ক্ষোভ উগরে তিনি লেখেন ‘কৃষকদের স্বার্থ রক্ষার জন্য লড়াই করা আটজন সাংসদের সাসপেনশনের ঘটনা দুর্ভাগ্যজনক এবং স্বৈরাচারী সরকারের মানসিকতাকে তুলে ধরছে। যারা গণতান্ত্রিক নিয়ম ও নীতিকে সম্মান করে না। আমরা মাথা নত করব না এবং সংসদ ও রাস্তায় নেমে; এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করব।’

debangon chakraborty

Related Articles

Back to top button