দেশ

Partha Chatterjee: প্রাক্তন শিক্ষামন্ত্রীর খেলা শেষ? আগামীকাল ভোরেই ED পার্থকে নিয়ে যাবে ভুবনেশ্বরে, নির্দেশ দিল হাইকোর্ট

আগামীকাল সোমবার ভোরে এয়ার অ্যাম্বুলেন্সে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হবে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এদিন তাঁর সঙ্গে থাকবে এসএসকেএমে মন্ত্রীর চিকিৎসক ও তাঁর আইনজীবী। এদিনই নিম্ন আদালতে পেশ করার কথা রয়েছে পার্থকে। এই শুনানিতে পার্থ চট্টোপাধ্যায় ভারচুয়ালি উপস্থিত থাকবেন, এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

গতকাল, শনিবার ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পর তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। আদালত তাঁকে দু’দিনের জেল হেফাজত দেয়। কিন্তু এজলাসের মধ্যেই অসুস্থ বোধ করতে থাকেন মন্ত্রী। এই কারণে আদালতের নির্দেশে এসএসকেএমে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। ব্যাঙ্কশাল আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। আর এই মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয়। সেই মামলারমামলারই এই রায় দিল হাইকোর্ট।

এদিনের এই শুনানিতে ইডির আধিকারিকরা অভিযোগ তোলেন যে পার্থ চট্টোপাধ্যায় তাদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। এমনকি জেল হেফাজত এড়ানোর জন্য পার্থ অসুস্থতা নাটক করেছেন বলেও অভিযোগ করে ইডির আইনজীবী। তাঁর দাবী, একটি বিশেষ হাসপাতালকে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে। ইডির তরফে প্রস্তাব দেওয়া হয় যাতে পার্থকে কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হয়।

হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী জানিয়েছিলেন যে পার্থ চট্টোপাধ্যায়কে কোথাও নিয়ে যাওয়া হবে না। তিনি পর্যবেক্ষণে এও বলেন যে সাধারণ মানুষের অভিজ্ঞতা এসএসকেএমে ভালো নয়। এইদিন শেষ পর্যন্ত তিনি নির্দেশ দেন যে পার্থ চট্টোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুলেন্সে করে আগামীকাল ভোরেই ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হবে।

বলে রাখি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গত শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। এদিন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি টাকা ও ৫০ লক্ষ টাকার গয়না উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গতকাল, শনিবার প্রায় ২৭ ঘন্টা ম্যারাথন জেরার পর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। গ্রেফতার হন অর্পিতা মুখোপাধ্যায়ও।

debangon chakraborty

Related Articles

Back to top button