India

প্রতিরক্ষায় আত্মনির্ভর হ‌ওয়ার পথে ভারত! ৮৩টি তেজস জেট কেনার ছাড়পত্র দিল কেন্দ্র

বিজ্ঞাপন

সবদিক থেকেই আত্মনির্ভর হবে ভারত। আর তা মাথায় রেখেই এবার প্রতিরক্ষাকে আর‌ও মজবুত করার পদক্ষেপ নিল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি এদিন ৮৩টি তেজস জেট কেনার ছাড়পত্র দিল প্রতিরক্ষা মন্ত্রককে। বিমান বাহিনীর জন্য এই জেট কেনা হচ্ছে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই ক্ষেত্রে খরচ হবে ৪৮ হাজার কোটি টাকা। এই নয়া তেজসে থাকছে ডিজিটাল রেডার ওয়ার্নিং রিসিভার, জ্যামার পড, বিয়ন্ড ভিসুয়াল রেঞ্জ মিসাইল ইত্যাদি।

বিজ্ঞাপন

আজ নিজের টুইটার হ্যান্ডেলে রাজনাথ লেখেন আগামী দিনে বায়ুসেনার প্রধান ভরসা হতে চলেছে এলসিএ তেজস। এই লাইট কমব্যাট এয়ারক্রাফটে এমন কিছু প্রযুক্তি আছে যেটা অতীতে ভারতে আসেনি। এই জেটের ৬০ শতাংশ দেশীয় প্রযুক্তি বলে জানান তিনি। সেই সঙ্গে আজকের এই সিদ্ধান্তের ফলে কর্মসংস্থানের পথ আরও খুলবে বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী।

বিজ্ঞাপন

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর মার্চেই, হ্যালের থেকে ৮৩টি জেট কেনার অর্ডার দেয় প্রতিরক্ষা দফতর। এর মধ্যে ৭৩টি ফাইটার ও ১০টি ট্রেনার এয়ারক্রাফট। মোট খরচ হওয়ার কথা ছিল ৪৫,৬৯৬ কোটি টাকা। প্রযুক্তিগত উন্নতির জন্য আলাদা করে ১২০২ কোটি টাকা ধার্য করা হয়। এই যুদ্ধবিমানগুলি এসে গেলে মোট ১২৩টি তেজস থাকবে বায়ুসেনার কাছে।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading