দেশ

রাজ্যের নানান প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ করা টাকা কোথায় কতটা খরচ হয়েছে, পাই পয়সার হিসাব চেয়ে রাজ্যকে ৪৯৩ পাতার চিঠি পাঠাল কেন্দ্র

ফের একদফা রাজ্যকে চিঠি পাঠাল কেন্দ্র সরকার। ৪৯৩ পাতার এই চিঠিতে কেন্দ্র রাজ্যের থেকে বিস্তারিত তথ্য চেয়েছে যে আবাস যোজনা থেকে শুরু করে একশো দিনের কাজ ও সড়ক প্রকল্পে কোথায় ঠিক কত টাকা খরচ হয়েছে। এই চিঠির শুরুতেই বেশ কিছু পাতায় এই তিনটি প্রকল্পের কাজের বিষয়েও উল্লেখ করা হয়েছে। শুধু তাই-ই নয় এই চিঠির সঙ্গে বিরোধী দলের তরফে পাঠানো আবাস যোজনায় বেনিয়মের অভিযোগের তালিকায় যুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

কেন্দ্রের তরফে রাজ্যের পঞ্চায়েত দফতরকে যে চিঠি পাঠানো হয়েছে, তাতে দাবী করা হয়েছে যে এর আগে রাজ্য সরকার যে তথ্য পাঠিয়েছে, তা সন্তোষজনক নয়। যদিও রাজ্যের তরফে দাবী করা হয়েছে যে আবাস প্লাসের কাজের ৯৫ শতাংশের অনুমোদন দেওয়া হয়ে গিয়েছে।

রাজ্যের কথায়, ১ জানুয়ারির পর প্রথম কিস্তির টাকা আসার কথা। কিন্তু রাজ্যের দাবী, সেই টাকা এখনও আসেনি আর উল্টে কেন্দ্রের থেকে পাল্টা চিঠি পাঠানো হচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে, এর ফলে কেন্দ্রের এই চিঠি এবং রাজ্যের থেকে জবাব তলবের কারণে আবাসের টাকা নিয়ে ফের জট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজে বেনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রকে চিঠি দিয়েছিল বঙ্গ বিজেপি। এরই মধ্যে আবাস যোজনার কাজ খতিয়ে দেখার জন্য রাজ্যে আসছে কেন্দ্রের প্রতিনিধি দল। আর এবার আবার ৪৯৩ পাতার চিঠি দিল কেন্দ্র। এই চিঠিতে শুধুমাত্র আবাস যোজনার কাজই নয়, একশো দিনের কাজ, সড়ক প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে আর তাতে কোন খাতে কী খরচ হয়েছে, সেসবের হিসেব চাওয়া হয়েছে।

বলে রাখি, সম্প্রতি রাজ্যে আবাস যোজনার কাজ নিয়ে নানান জেলাতেই বিক্ষোভ দেখানো হয়েছে। অভিযোগ উঠেছে যে যারা যোগ্য তারা আবাস যোজনায় ঘর পাচ্ছেন না। অথচ যাদের নিজস্ব পাকাবাড়ি রয়েছে বা শাসক দলের ঘনিষ্ঠ লোকজনের নাম উঠছে আবাসের তালিকায়। এহেন পরিস্থিতিতে এবার রাজ্যকে কেন্দ্রের এই ধরণের চিঠি পাঠানো বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

debangon chakraborty

Related Articles

Back to top button