দেশ

স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষ্যে বড় ঘোষণা কেন্দ্রের, ৭৫ দিনের টিকা উৎসব পালন করে সকলকে বিনামূল্যে দেওয়া হবে করোনার বুস্টার ডোজ

বর্তমানে ১৮ বছর বেশি বয়সীদের করোনার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। ৬০ ও তার বেশি বয়সীদেরই একমাত্র বিনামূল্যে করোনার বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। বাকিদের এই ডোজ নিতে টাকা দিতে হচ্ছে। তবে এবার ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বড় ঘোষণা করল কেন্দ্র। কেন্দ্র তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান যে স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষ্যে এবার সকল প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে আগামী ১৫ জুলাই থেকে ৭৫ দিনের জন্য দেওয়া হবের করোনার বুস্টার ডোজ। এই বুস্টার ডোজ দেওয়া হবে সরকারি টিকাদান কেন্দ্রগুলিতে।

অনুরাগ ঠাকুর বলেন, “ভারত স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছে। আজাদি কা অমৃত কাল উপলক্ষে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৫ জুলাই থেকে পরবর্তী ৭৫ দিন, ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে”।

বলে রাখি, গত সপ্তাহেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সমস্ত বয়সের নাগরিকদের জন্যই কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় এবং সতর্কতামূলক ডোজের মধ্যে ব্যবধান নয় মাস থেকে কমিয়ে ছয় মাস করেছিল। অর্থাৎ দ্বিতীয় ডোজ নেওয়ার ৬ মাসের মধ্যেই সতর্কতামূলক ডোজ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। ‘ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন’ বা এনটিএজিআই এই বিষয়ে সুপারিশ করেছিল।

সরকারি সূত্র অনুযায়ী, ভারতের ১৮ বছর থেকে ৫৯ বছর বয়সীদের সংখ্যা ৭৭ কোটি। বর্তমানে এদের সকলকেই বুস্টার ডোজ নিতে গেলে টাকা দিয়েই নিতে হবে। তবে এখনও পর্যন্ত এই সংখ্যার মাত্র ১ শতাংশেরও কম করোনার বুস্টার ডোজ নিয়েছে। অন্যদিকে, ৬০ বছর বয়সী বা তার বেশি বয়সীদের করোনার বুস্টার ডোজ দেওয়া হচ্ছে বিনামূল্যে। সেই সংখ্যা প্রায় ১৬ কোটি। তাদের মধ্যে প্রায় ২৬ শতাংশ করোনার বুস্টার ডোজ নিয়েছেন বলে সূত্রের খবর।

বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে অবগত এক সরকারি কর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, “ভারতীয় জনসংখ্যার অধিকাংশই নয় মাসেরও বেশি আগে তাদের দ্বিতীয় ডোজ পেয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ এবং অন্যান্য আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের গবেষণায় বলা হয়েছে, দুই ডোজের প্রাথমিক টিকাকরণের প্রায় ছয় মাস পর থেকে শরীরে অ্যান্টিবডির মাত্রা কমতে থাকে। এরপর একটি বুস্টার ডোজ রোগ প্রতিরোধ ক্ষমতা ফের বাড়িয়ে দেয়। সরকার তাই ৭৫ দিনের জন্য এই বিশেষ টিকারকরণ অভিযান শুরু করছে”।

debangon chakraborty

Related Articles

Back to top button