এবার ঘরে বসেই রেল কর্মীদের টিকিট বুকিং এর সুবিধা দিতে চালু ই-পাস মডিউল

আবারও খবরে ভারতীয় রেল তবে এবার সম্পূর্ণ অন্য কারণে। রেলের কর্মীদের টিকিট এবং অনলাইন পাস বুকিং প্রক্রিয়ার জন্য চালু হলো রেলের ই-পাস মডিউল। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার অনলাইনে এই মডিউল এর সূচনা করেন রেল বোর্ডের চেয়ারম্যান বিনয় কুমার।
রেল বোর্ডের তরফ থেকে প্রকাশিত বিবৃতি থেকে জানা গেছে যে, রেল কর্মীদের সুবিধায় তৈরি নতুন ই-পাস মডিউলটি ব্যক্তিগত মোবাইল ফোন থেকে ব্যবহার করা যাবে। এই ই-পাস মডিউল এর সাহায্যে কর্মীরা ঘরে বসেই আইআরসিটিসি ওয়েবসাইটে প্রবেশ করে টিকিট বুকিং এবং রেলের পাস সংরক্ষণ করতে পারবেন।
এই মডিউল বেরোনোর আগে পর্যন্ত এই সমস্ত কাজের জন্য রেল কর্মীদের দপ্তরে এসে দীর্ঘ সময় নিয়ে তদ্বির করতে হত। তবে নতুন ব্যবস্থায় সেই সব সমস্যার সুরাহা হবে বলে জানিয়েছে রেলবোর্ড।
মানবসম্পদ ব্যবস্থাপনা প্রক্রিয়া বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম (HRMS) – এর অধীনতা সংস্থা সিআরইএস ভারতীয় রেলকে ক্রমে ডিজিটালাইস করার পরিকল্পনার অংশ হিসাবে ই-পাস মডিউল তৈরি করেছে। রেল বোর্ড জানিয়েছে ইপাস সহ মোট ২১ টি মডিউল তৈরি করবে এই সিআরইএস। কবে থেকে এই সুবিধাদেওয়া হয় তারই অপেক্ষায় রেলকর্মীরা।
প্রতিবেদনটি লিখেছেন – অন্তরা ঘোষ