India

জাতীয় পতাকার চূড়ান্ত অপমান, প্রজাতন্ত্র দিবসে কৃষক সংগঠনের পতাকা জোর করে ওড়ানো হল লালকেল্লায়

বিজ্ঞাপন

আজ ৭২তম প্রজাতন্ত্র দিবস। আর আজকের দিনের চূড়ান্ত অপমান করা হল জাতীয় পতাকার মর্যাদাকে। জাতীয় পতাকার জায়গায় লালকেল্লাতে জোর করে কৃষক সংগঠনের পতাকা তোলা হল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশ জুড়ে।

বিজ্ঞাপন

আজ, কৃষি আইনের বিরুদ্ধে দু’মাস ধরে বিক্ষোভ দেখানো কৃষকেরা দিল্লিতে ট্রাক্টর র‍্যালি করে। এদিন সিঙ্ঘু, গাজীপুর ও টিকরি বর্ডারে কৃষকেরা পুলিশের ব্যারিকেড ভেঙে পৌঁছয় দিল্লিতে। এর জেরে আইটিও-এর সামনে দেখানো হয় বিক্ষোভ। অভিযোগ, পুলিশের উপর দিয়েও ট্রাক্টর চালিয়ে দেন কৃষকেরা। ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েন লালকেল্লাতেও।

বিজ্ঞাপন

জানা গিয়েছে, কৃষকদের ট্রাক্টর র‍্যালিতে এক নিহঙ্গ সাধু তলোয়ার নিয়ে পুলিশের উপর হামলা করেন। তলোয়ার নিয়ে পুলিশকে ধাওয়া করা হয়। তাঁকে থামানোর চেষ্টা করেন অন্যান্য কৃষকেরা। এরপরই আরও বেশি উত্তেজনা ছড়ায়। মুকরবা চৌকে প্রদর্শনকারীরা পুলিশের বাহনে কবজা করে নেয়। সূত্রের খবর অনুযায়ী, এদিন পুলিশ ৫ হাজার কৃষকদের র‍্যালি করার অনুমতি দিয়েছিল। কিন্তু প্যারেডে সময় প্রায় ৩০ হাজার কৃষককে দিল্লি সড়কে দেখা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লালকেল্লায় ঢুকে কয়েকজন কৃষক নিজেদের সংগঠনের পতাকা উড়িয়ে দেন। এই ননিয়ে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, এই আন্দোলনের পিছনে উস্কানি দিচ্ছে বিচ্ছিন্নতাকারীরা। তাদের মদতেই জাতীয় পতাকার চেয়ে উঁচু করে কৃষক সংগঠনের পতাকা ওড়ানো হয়েছে। এইভাবে জাতীয় পতাকার চরম অপমান করা হয়েছে।

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading