India

সেনাবাহিনীতে করোনা হানা, লেহ-র জওয়ানের দেহে মিলল ভাইরাস

বিজ্ঞাপন

এবার সেনাবাহিনীতেও আঘাত হানল করোনা ভাইরাস। লেহ-তে এক জওয়ানের দেহে মিলল করোনা ভাইরাসের অস্তিত্ব। প্রাপ্ত খবর অনুযায়ী, গত ২৫শে ফেব্রুয়ারি থেকে ১লা মার্চ পর্যন্ত ছুটিতে ছিলেন ওই জওয়ান। তারপর কাজ যোগ দিতেই তাঁর দেহ ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। জানা যাচ্ছে, সম্প্রতি ইরান থেকে তীর্থ করে ফিরেছেন ওই জওয়ানের বাবা। জওয়ানের মা,বাবা, স্ত্রী, সন্তানকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪২। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৩ জনের। মঙ্গলবার কলকাতায় এক যুবকের দেহে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে।এটি রাজ্যে প্রথম সংক্রমণ। গোটা বিশ্বে এখনও পর্যন্ত ১,৮৭,৬৮৯ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে ৭৮৬৬ জনের।

বিজ্ঞাপন

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের তরফে মঙ্গলবার জানানো হয়েছে, বর্তমানে করোনা ভাইরাসের দ্বিতীয় দফার মধ্যে দিয়ে যাচ্ছে ভারত। এই পরিস্থিতিতে দেশে মোট ৭২ ল্যাবরেটরি চালু করা হয়েছে। সংস্থার ডিরেক্টর ডা বলরাম ভার্গব জানিয়েছেন, এই সপ্তাহের শেষ দিকে আরও ৪৯ টি ল্যাবরেটরি চালু করা হবে। দেশের সব ল্যাবের জন্য গাইডলাইন প্রকাশ করা হয়েছে। বেসরকারি ল্যাবগুলিকেও করোনা ভাইরাস টেস্ট করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

করোনা ভাইরাস ঠেকাতে ইতিমধ্যেই দেশের সমস্ত সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার আন্তর্জাতিক সীমান্ত তো বটেই আন্তঃরাজ্য সীমান্তেও চেকপোস্ট বসিয়েছে। বিমানবন্দরেও জারি হয়েছে কড়া সতর্কতা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading