করোনা সঙ্কটের জের : শুধুমাত্র জরুরি পরিষেবা দেবে ব্যাঙ্ক

নোভেল করোনা নিয়ে ভয়ের মধ্যেও চালু থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। কিন্তু শুধুমাত্র জরুরি পরিষেবাগুলিই চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনই সিদ্ধান্ত-এর কথা রবিবার জানাল ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন (আইবিএ)।
এ দিন আইবিএ-র তরফে জানানো হয়েছে, সোমবার থেকে দেশের সমস্ত ব্যাঙ্কে টাকা জমা দেওয়া ও তোলা, চেক জমা দেওয়া, এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো এবং সরকারি লেনদেন—এই চারটি পরিষেবা চালু থাকবে।
তবে পরিস্থিতির পর্যালোচনা করে আগামী দিনে এই পরিষেবায় বদল হতে পারে বলে জানিয়েছেন আইবিএ প্রধান সুনীল মেহতা। তাই খুব প্রয়োজন না পড়লে গ্রাহকদের ব্যাঙ্কে না যাওয়াই উচিত বলে পরামর্শ আইবিএ আধিকারিকদের।
তবে ব্যাঙ্কে শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকলেও, অনলাইনে সমস্ত পরিষেবাই মিলবে বলে জানানো হয়েছে। ডিজিটাল পরিষেবা সচল রাখতে ২৪ ঘণ্টাই ব্যাঙ্কের কাজকর্ম জারি থাকবে।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (এসবিআই) তরফে জানানো হয়েছে, করোনার প্রকোপে ব্যবসা-বাণিজ্যের ক্ষতি যাতে না হয়, তার জন্য জরুরি ভিত্তিতে বিশেষ ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। বার্ষিক ৭.২৫ শতাংশ হারে এই ঋণ মিলবে। বাকি ব্যাঙ্কগুলিও যেন এই ধরনের পদক্ষেপ নেয় সেই আবেদন জানিয়েছে আইবিএ। তবে জরুরীকালীন পরিষেবা নিতে কত মানুষের ভিড় চোখে পড়বে সেটাই দেখার বিষয়।