জানুয়ারিতেই রাজ্যে এসে যাবে করোনার প্রতিষেধক “কোভ্যাক্সিন”, জানালো নাইসেড

রাজ্যে দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণ। এই সংকটময় পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো করোনা প্রতিষেধক। এবার সেই সুখবরই দিল নাইসেড। নাইসেডের তরফে জানানো হয়েছে আগামী বছরের জানুয়ারিতেই পশ্চিমবঙ্গের হাতে চলে আসবে করোনা প্রতিষেধক।
২০২১ সালের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে করোনা প্রতিষেধক ‘কোভ্যাক্সিন’ পেতে চলেছে পশ্চিমবঙ্গ, এ কথা জানিয়ে দিল নাইসেড। প্রসঙ্গত ভারত বায়োটেকের তৈরি এই কোভ্যাক্সিনের প্রথম পর্যায়ের ট্রায়ালে আশাব্যঞ্জক সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা।
আগামী সপ্তাহ থেকে এই প্রতিষেধকের তৃতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল শুরু হয়ে যাবে। মার্চ মাসের মধ্যে গোটা দেশে ছড়িয়ে যাবে এই প্রতিষেধক। নাইসেড কর্তৃপক্ষের দাবি, এই প্রতিষেধক যেমন প্রথম পর্যায়ের ট্রায়ালে ভালো ফল করেছে তেমনি তৃতীয় পর্যায়ের ট্রায়ালেও ভালো ফল করবে। এই প্রতিষেধক মানুষের শরীরে করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারবে বলে আশাবাদী বিজ্ঞানীরা।