‘তিনদিনের মধ্যেই খতম করব মুখ্যমন্ত্রীকে’, পুলিশ কন্ট্রোল রুমে এল উড়ো মেসেজ, মুখ্যমন্ত্রীর প্রাণনাশের হুমকিতে তোলপাড় গোটা রাজ্য

বোমা বিস্ফোরণ করে তিনদিনের মধ্যে উড়িয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে। আচমকাই এমনই উড়ো মেসেজ এল পুলিশ কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ নম্বরে। এই হুমকি মেসেজ পাওয়ার পরই স্বভাবতই বেশ হইচই শুরু হয়েছে। কে এই হুমকি পাঠাল, তা জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর অনুযায়ী, গত ২রা আগস্ট পুলিশ কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি উড়ো মেসেজ আসে যে আগামী তিনদিনের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বোমা বিস্ফোরণ করিয়ে খতম করা হবে। এই মেসেজ পাওয়ার পরই তৎপর হয় উত্তরপ্রদেশ পুলিশ। সংশ্লিষ্ট কন্ট্রোল রুমের অপারেশন ম্যানেজার এই গোটা বিষয়টি জানান।
এরপর থেকেই উত্তরপ্রদেশ পুলিশ ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির খোঁজখবর শুরু করে। সুশান্ত গলফ সিটি পুলিশ স্টেশনে দায়ের করা হয়েছে অভিযোগও। কী কারণে বা কে বা কারা এই হুমকি পাঠিয়েছে, তা এখনও জানা যায়নি। তবে গোটা ঘটনায় উত্তরপ্রদেশে বেশ আতঙ্ক ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিরাপত্তা ইতিমধ্যেই আরও বেশি আঁটসাঁট করা হয়েছে বলে খবর।
উল্লেখ্য, কিছুদিন আগেই বরাতজোরে রক্ষা পেয়েছিলেন যোগী আদিত্যনাথ। উড়ানের পরই মাঝ আকাশ থেকে তড়িঘড়ি নামিয়ে আনা হয়েছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী চপার। বারাণসীতে জরুরি অবতরণ করানো হয়েছিল হেলিকপ্টারটিকে। জানা যায়, মাঝ আকাশে তাঁর চপারের কাছে আচমকাই একটি পাখি চলে আসে।
ওই পাখির ডানার ঝাপটায় চপারের উড়ানে সমস্যা হয়। পাখির সঙ্গে ধাক্কা লাগায় পরবর্তী যাত্রা ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছিল। ফলে আর অপেক্ষা না করে কোনওরকম ঝুঁকি না নিয়ে হেলিকপ্টারের জরুরি অবতরণ করানোরই সিদ্ধান্ত নেওয়া হয়। চপারের জরুরি অবতরণের পরই মুখ্যমন্ত্রী বারাণসীর সার্কিট হাউজে ফিরে যান।