India

সুরাপ্রেমীদের মাথায় হাত! ম’দে ব্যাপক ঘাটতি শুরু হবে সোমবার থেকেই, বন্ধ হওয়ার পথে ৪৬৮টি ম’দের দোকান

বিজ্ঞাপন

সুরাপ্রেমীদের জন্য অত্যন্ত দুঃসংবাদ। সোমবার থেকেই বন্ধ হতে চলেছে ৪৬৮টি ম’দের দোকান। নতুন যে আবগারি নীতি চালু হয়েছিল, তা তুলে নিতে চলেছে সরকার। সেই কারণেই এমন দুর্ভোগ পোহাতে হবে সুরাপ্রেমীদের। নতুন আবগারি নীতি নিয়ে আসার কথা ভাবছে সরকার। ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র সরকারি দোকান থেকেই ম’দ বিক্রি করা যাবে বলে জানা গিয়েছে।

বিজ্ঞাপন

তবে এই সিদ্ধান্ত নিয়েছে কেবল দিল্লি সরকার। সরকারের এই সিদ্ধান্তের ফলে দিল্লিতে সোমবার থেকে ৪৬৮টি প্রাইভেট ম’দের দোকান বন্ধ হতে চলেছে। যদিও সেগুলি পাকাপাকি ভাবে বন্ধ করা হচ্ছে না বলেই জানিয়েছেন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। আপাতত ৪৬৮টি মদের দোকান বন্ধ হয়ে শুধুমাত্র সরকারি মদের দোকান খোলায় ম’দের ঘাটতির আশঙ্কা প্রবল হয়ে উঠেছে। এর ফলে বিশৃঙ্খল পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে।  

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে নতুন আবগারি নীতি চালু করে কেজরিওয়াল সরকার। সেই সময় নানান প্রাইভেট দোকানগুলিকে ম’দ বিক্রির লাইসেন্স দেওয়া হয়েছিল। কিন্তু সেই লাইসেন্স বেআইনিভাবে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এমনভাবে নীতি তৈরি করা হয়েছিল যাতে ব্যবসায়ীরা লাভবান হন, এমনটাও অভিযোগ উঠেছে। তবে দিল্লি সরকার সেই অভিযোগ মানতে নারাজ।

বিজ্ঞাপন

বর্তমানে দিল্লির আবগারি দফতর সামলাচ্ছেন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। তিনি শনিবার একটি প্রেস কনফারেন্সে এই নীতি তুলে নেওয়ার কথা জানান। এদিন বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি অভিযোগ করেন, “বিজেপি গুজরাটে অনৈতিক ম’দের ব্যবসা চালায়। এবার তাঁরা দিল্লিতেও সেই একই কাজ করতে চলেছে”।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন যে বিজেপি এখন ইডি ও সিবিআই-এর মতো সংস্থাকে দিয়ে ম’দের লাইসেন্সধারীদের হুমকি দেওয়াচ্ছে। উপমুখ্যমন্ত্রী জানান যে এই কারণে অনেক লাইসেন্সধারীই দোকান খুলছেন না। তাঁর আরও অভিযোগ, “বিজেপি দিল্লিতে মদের পরিমাণ কম করে ঘাটতি তৈরি করতে চায়। পাশাপাশি দোকান-মালিক এবং অফিসারদের রীতিমতো হুমকি দিয়ে অফ-ডিউটি মদের বিক্রি বাড়াতে চায়”।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading