দেশ

এনপিআর এ লাগবে না কোনো নথি : অমিত শাহ

বৃহস্পতিবার এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন লোকসভায় শাহ বলেন, ‘‘এনপিআর প্রক্রিয়ায় কোনও নথি লাগবে না। যদি আপনার কাছে কোনও নথি না থাকে, তাহলে তা জমা দিতে হবে না। কাউকেই সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হবে না’’। উল্লেখ্য, এনপিআর-এ বাবা-মায়ের জন্মতারিখ, জন্মস্থান সংক্রান্ত তথ্য দিতে হবে বলে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল দেশজুড়ে।

এনপিআর বিরোধিতায় সোচ্চার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীদের একাংশ। এই প্রেক্ষিতে শাহের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। শুধু তাই নয়, প্রয়োজন নেই বায়োমেট্রিকেরও। যদিও রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেনসাস কমিশনারের অফিসের ওয়েবসাইটে এখনও জ্বলজ্বল করছে, এনপিআরের ডেটাবেসে জনতাত্ত্বিক তথ্যের পাশাপাশি বায়োমেট্রিকও থাকবে।

ওয়েবসাইটে বলা হয়েছে, ‘দেশের প্রত্যেক বাসিন্দার পরিচয় সংক্রান্ত একটি বিস্তারিত ডেটাবেস তৈরি করা হল এনপিআরের উদ্দেশ্য।’ অন্যদিকে, সিএএ ইস্যুতে এদিন ফের অমিত শাহ বলেন, ‘‘মুসলিম ভাই-বোনদের বলছি, সংশোধিত নাগরিকত্ব আইনকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এই আইনে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। নাগরিকত্ব দেওয়ার আইন এটি’’। এর আগেও একাধিকবার এ ইস্যুতে আশ্বস্ত করেছেন শাহ। আপাতত শাহর ঘোষণায় স্বস্তিতে দেশবাসী।

debangon chakraborty

Related Articles

Back to top button