একনাথ শিন্ডে হচ্ছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, শপথগ্রহণ আজই, ঘোষণা করলেন ফড়নবীশ

মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী (chief minister) হচ্ছেন একানাথ শিন্ডে (Eknath Shinde)। বালাসাহেব ঠাকরের প্রতি সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই ঘোষণা করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ (Devendra Fadnavis)। আজ, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় শপথ নেবেন শিন্ডে।
অবশেষে মহারাষ্ট্রে ‘অপারেশন কমল’ সাফল্য পেল। মহা বিকাশ আঘাড়ি সরকারের পতন হল সে রাজ্যে। গতকাল, বুধবার রাতেই ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এরপর মনে করাই হচ্ছিল যে মহারাষ্ট্রের বিদ্রোহী বিধায়কদের নিয়েই সরকার গঠন করতে পারে বিজেপি। আর হলও তেমনটাই।
সূত্রের খবর, আজ, বৃহস্পতিবারই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন যথাক্রমে একনাথ শিণ্ডে ও দেবেন্দ্র ফড়নবীশ। মহারাষ্ট্রে মন্ত্রিসভায় থাকতে পারেন বিজেপির ২৫ ও শিণ্ডের অনুগামী ১৩ জন।
মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট যে আজই মিটতে চলেছে, তা একরকম গতকাল রাতেই বেশ স্পষ্ট হয়ে গিয়েছিল বলা যায়। সুপ্রিম কোর্টের তরফে আস্থা ভোটের নির্দেশ দেওয়া হয়। এরপর ইস্তফা দেওয়া ছাড়া আর কোনও উপায়ও ছিল না উদ্ধব ঠাকরের কাছে। গতকাল রাতে তিনি ইস্তফা দেওয়ার পরই বেশ পরিষ্কার হয়ে যায় যে মহারাষ্ট্রের গদিতে হয়ত ফড়নবীশই ফিরবেন। তবে সকলকে কার্যত চমকে দিয়ে মুখ্যমন্ত্রী পদের জন্য একনাথ শিন্ডের নাম ঘোষণা করলেন ফড়নবীশ।
বলে রাখি, একনাথ শিন্ডে ৪০ জন বিধায়ককে নিয়ে বিদ্রোহ ঘোষণা করার পর থেকেই বেশ চাপের মুখে ছিল মহা বিকাশ আঘাড়ি জোট সরকার। বিধায়কদের নিয়ে প্রথমে গুজরাত ও পরে অসমে যান শিন্ডে। বোঝাই গিয়েছিল যে শিন্ডে যদি এতজন বিধায়ককে নিয়ে বিজেপিতে যোগ দেন, তাহলে উদ্ধব ঠাকরের আর কিছুই করার থাকবে না। এর জেরে গতকালই ইস্তফা দেন উদ্ধব। এবার শেষ পর্যন্ত মহারাষ্ট্রের স্টিয়ারিং গেল শিন্ডের হাতেই।