উচ্চমাধ্যমিকে কম নম্বর পেয়েকে কনে, সমস্ত আচার-অনুষ্ঠান হয়ে যাওয়ার পরও অজুহাত দেখিয়ে বিয়ে বাতিল করল পাত্রপক্ষ

বাড়িতে সব সাজো সাজো রব। গোটা বাড়িতে উৎসবের আনন্দ। বিয়েবাড়ি বলে কথা, প্রস্তুতি তো চলবেই। কিন্তু বিয়ের আগেই বেঁকে বসল পাত্রের পরিবার। কনে নাকি উচ্চমাধ্যমিকে কম নম্বর পেয়েছে, সেই কারণ দেখিয়ে বিয়ে বাতিল করে দিল পাত্রপক্ষ। তবে পাত্রীর পরিবারের দাবী, যথাযথ পণ দিতে না পারার কারণেই এই অজুহাত দিয়ে বিয়ে ভেঙে দিয়েছে পাত্রের পরিবার। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কন্নজ জেলার তির্ভা এলাকায়।
জানা গিয়েছে, পাত্র ও কনেপক্ষের মধ্যে বিয়ের আগের সমস্ত আচার-অনুষ্ঠান হয়ে গিয়েছে। পাত্রীর বাবার কথায়, পণের কথা বলতে না পেরে উচ্চমাধ্যমিকে কম নম্বর পাওয়ার অজুহাত দেখিয়ে বিয়ে বাতিল করা হয়েছে। কনের পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছে। পাত্রের পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর অনুযায়ী, ২০২২ সালে পাত্রী সোনির সঙ্গে বিয়ে ঠিক করা হয়েছিল সোনুর। সেই বছরেরই ডিসেম্বর মাসে বিয়ের আগের নানান আচার-অনুষ্ঠান পালন করে ফেলা হয়। সেই অনুষ্ঠানে ষাট হাজার টাকার উপর খরচ হয়। মেয়ের পরিবারের তরফে সোনার আংটি পর্যন্ত উপহার দেওয়া হয়েছিল ছেলেকে।
কিন্তু অভিযোগ, প্রাথমিক অনুষ্ঠান মিটে যাওয়ার পর থেকেই ছেলের পরিবার মেয়ের পরিবারকে চাপ দিতে থাকে পণের জন্য। যখন মেয়ের বাবা জানান যে তিনি আর টাকা দিতে পারবেন না, তখন মেয়ের উচ্চমাধ্যমিকে কম নম্বর পাওয়ার অজুহাত দেখিয়ে বিয়ে ভেঙে দেন ছেলের পরিবার, এমনটাই অভিযোগ।
সূত্রের খবর, পুলিশ দুই পরিবারের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছে। দুই পরিবার যদি পরস্পরের মধ্যে বোঝাপড়া করে কোনও সমাধানসূত্র না বের করতে পারে, তাহলে মেয়ের পরিবারের অভিযোগ অনুযায়ী পুলিশ মামলা দায়ের করবে বলে খবর। আর এই বিষয়ে পুলিশ যথাযথ পদক্ষেপও নেবে বলে জানিয়েছে।