India

‘আমি নরেন্দ্র মোদীর বড় ফ্যান’, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে কাশ্মীর থেকে ৮১৫ কিমি হেঁটে দিল্লি আসছেন ফহিম

বিজ্ঞাপন

তিনি নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় ফ্যান। এই কারণে কাশ্মীরের ফহিম শ্রীনগর থেকে পায়ে হেঁটে দিল্লি আসছেন। উদ্দেশ্য নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করা।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে ৮১৫ কিলোমিটার পথ হেঁটে দিল্লি আসছেন ফহিম। ইতিমধ্যেই তিনি ২০০ কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছেন বলে জানা গিয়েছে। শ্রীনগর থেকে উধমপুরে পৌঁছে গিয়েছেন তিনি। সেখানেই সংবাদমাধ্যমে তিনি জানান, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় ফ্যান”।

বিজ্ঞাপন

আরও পড়ুন- আমন্ত্রণ পাননি রাখিবন্ধন অনুষ্ঠানে, বিডিও-র উপর ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার

বিজ্ঞাপন

জানা গিয়েছে, ফহিম পার্টটাইম ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করেন। তাঁর বয়স ২৮ বছর। তাঁর আশা, তিনি দিল্লি পৌঁছে নিশ্চয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন। এত লম্বা যাত্রাপথে অল্প অল্প করে বিরাম নিয়ে বিশ্রাম নিচ্ছেন ফহিম।

বিজ্ঞাপন

ফহিমের কথায়, তিনি গত চার বছর ধরে প্রধানমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করেন। মোদীর নানান বক্তব্য তাঁর মন ছুঁয়ে গিয়েছে বলে দাবী ফহিমের।

তিনি বলেন, “আমি পায়ে হেঁটে দিল্লি যাচ্ছি। আমি আশা করছি আমি প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টি আকর্ষণ করতে পারব। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করা আমার স্বপ্ন”।

বিজ্ঞাপন

ফহিম আরও বলেন, “একবার আমি দেখেছিলাম যে ভাষণ দিতে দিতে প্রধানমন্ত্রী চুপ করে যান, কারণ তখন আজান দেওয়া হচ্ছিল। প্রধানমন্ত্রীর সেই আচরণ আমার মন জিতে নিয়েছে। এর আগে প্রধানমন্ত্রী যখন কাশ্মীরে এসেছিলেন সেবার তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরা আমাকে তাঁর সঙ্গে দেখা করতে দেননি। তবে আমার মনে হয় এবার আমি দেখা করতে পারব তাঁর সঙ্গে”।

আরও পড়ুন- বিজেপিকে ভোট দেওয়ার খেসারত, বন্যাদুর্গতরা পাচ্ছেন না খাবার, ত্রাণ, নোংরা রাজনীতির কবলে ৫ হাজার পরিবার

তাঁর কথায়, বর্তমানে কাশ্মীরে উন্নয়নের কাজ অনেকটা এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী কাশ্মীরের উন্নয়নের জন্য অনেক কিছু করছেন। ফহিমের মতে, কাশ্মীরের পরিস্থিতি আগের তুলনায় অনেক বদলেছে।

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading