আর অতিরিক্ত ওজনের মালপত্র নিয়ে ওঠা যাবে না ট্রেনে, অন্যথায় দিতে হবে ৬ গুণ জরিমানা, চালু নয়া নিয়ম

এতদিন পর্যন্ত বিমানযাত্রার ক্ষেত্রেই নির্দিষ্ট ওজনের মালপত্র নিয়ে যাওয়ার নিয়ম ছিল। তার থেকে বেশি ওজনের মালপত্র নিয়ে গেলে বাড়তি টাকা দিতে হত। এবার থেকে ট্রেনের ক্ষেত্রেও সেই একই নিয়ম চালু হতে চলেছে।
জানা যাচ্ছে, এবার থেকে ট্রেনে নির্দিষ্ট ওজনের বেশি মালপত্র যদি কোনও যাত্রী নিয়ে যায়, তাহলে সেই অতিরিক্ত ওজনের জন্য আগের থেকেই বুকিং করতে হবে। তা যদি না হয়, তাহলে ৬ গুণ জরিমানা দিতে নয়া বিধি অনুযায়ী।
দেখা যাক প্রত্যেক যাত্রী সর্বোচ্চ কত ওজনের মালপত্র নিরখরচায় নিয়ে যেতে পারেন?
- প্রথম শ্রেণির এসি-তে যাত্রীরা মাথাপিছু ৭০ কিলোগ্রাম ওজনের সামগ্রী সঙ্গে নিতে পারেন।
- এসি দ্বিতীয় টিয়ারের ক্ষেত্রে এই সীমা সর্বোচ্চ ৫০ কিলোগ্রাম।
- এসি তৃতীয় টিয়ার, স্লিপার ও চেয়ার কারের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ কিলোগ্রাম ওজনের মালপত্র নিতে পারেন এক জন যাত্রী।
- দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে মাথাপিছু নেওয়া যেতে পারে ২৫ কেজি।
তবে এই নিয়মের বাইরেও প্রত্যেক ক্ষেত্রে কিছু ছাড়ের ব্যবস্থা রয়েছে।
নতুন এই নিয়ম অনুযায়ী, অতিরিক্ত ওজনের মালপত্রের জন্য চাইলে টিকিট কাটার সময়ই বুক করে নেওয়া যেতে পারে। আর তা যদি না হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীকে ট্রেন ছাড়ার অন্ততপক্ষে ৩০ মিনিট আগে স্টেশনের লাগেজ বা পার্সেল অফিসে গিয়ে অতিরিক্ত মালপত্রের বিষয়ে যোগাযোগ করতে হবে। ব্যাগের মুখ যথাযথভাবে বন্ধ করতে হবে।