মাস্ক ছাড়া বেরোলেই শাস্তি মুম্বইতে

দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রাজ্য বর্তমানে মহারাষ্ট্র। অবস্থা নিয়ন্ত্রনে আনতে মুম্বই পৌরসভা রাস্তায় বেরলেই মাস্ক পরা বাধ্যতামূলক করল। বাড়ি থেকে বেরোতে গেলেই পরতে হবে মাস্ক। নির্দেশ না মানলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অনুসারে হবে শাস্তি।
বুধবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জনগণের কাছে আবেদন করেন সবসময় মাস্ক ব্যবহারের জন্য। তাছাড়াও প্রাক্তন সেনা ও স্বাস্থ্যকর্মীদেরও করোনা যুদ্ধে হাত মেলানোর আবেদন জানান। বলেন, ‘আজ মহারাষ্ট্রের আপনাদের প্রয়োজন’।
একটি লাইভ ওয়েবকাস্টের মাধ্যমে তিনি জনগণের কাছে লকডাউনে নানাবিধ সমস্যার জন্য ক্ষমা চেয়ে নেন। পাশাপাশি রাজ্যবাসীর কাছে তাঁর আবেদন , সকলে যেন বাড়ি থেকে কোনও কারণে বেরোলেই মাস্ক ব্যবহার করেন। পরিস্থিতির উন্নতি ঘটলেও যেন অভ্যেস জারি রাখেন। তিনি জানান, পরা যাবে ওষুধের দোকান থেকে কেনা মাস্ক কিংবা বাড়িতে তৈরি মাস্ক। তবে তা অবশ্যই পরিচ্ছন্ন হতে হবে।
বর্তমানে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৭৩৬ জন। মৃত ৪০ জন।