দেশপ্রযুক্তি

করোনা ত্রানে এবার পাঁচ কোটি টাকা সাহায্য গুগল সিইও সুন্দর পিচাই-এর।

কোভিড-১৯ রোধে গোটা দেশ এখন লকডাউন। ত্রাণ তহবিল গঠন করেছে কেন্দ্র ও সমস্ত রাজ্য প্রশাসন। এবার ভারতের করোনা পরিস্থিতি মোকাবিলায় পাশে দাঁড়ালেন সুন্দর পিচাই। দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন এমন ভারতীয় শ্রমিকদের পাশে দাঁড়িয়ে ৫ কোটি টাকা দান করলেন তিনি। ‘গিভ ইন্ডিয়া’ নামে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাকে এই অর্থ দিলেন তিনি।

তবে এই গুনী মানুষটি নিজে কিছু জানাননি। তাঁর অনুদানের কথা অনুচ্চারিতই থেকে যেত হয়তো। ‘গিভ ইন্ডিয়া’-র পক্ষ থেকে এই অর্থ অনুদানের জন্য পিচাইকে ধন্যবাদ জানিয়ে করা হয়েছে একটি ট্যুইট। আর তাই থেকেই জানা গিয়েছে গুগল প্রধান ভারতীয় শ্রমিকদের পাশে দাঁড়াতে ৫ কোটি টাকা অনুদান দিয়েছেন।

শুধু ভারতের জন্যই নয়, অন্যান্য দেশের পাশে দাঁড়াতেও আগেও এগিয়ে এসেছে বিশ্বের প্রধান সার্চ ইঞ্জিন সংস্থা গুগল। বিশ্বজুড়ে মহামারী মোকাবিলায় আগেই গুগল ৮০০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের কথা ঘোষণা করেছে। এর মধ্যেই ২০০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হয়েছে বিভিন্ন দেশে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে।

debangon chakraborty

Related Articles

Back to top button