India

সাবধান! এবার মাস্ক না পরে বাইরে বেরোলে গুনতে হবে ৫০০ টাকা জরিমানা! নতুন ফতোয়া জারি!

বিজ্ঞাপন

গুরুতর হয়ে উঠেছে দেশের করোনা পরিস্থিতি। ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠার পরেও যাঁরা মাস্ক না পরে নিজের এবং অন্যের বিপদের কারণ হয়ে উঠছেন, তাঁদের জন্য জরিমানার দাবি উঠেছে। মাস্কে নাক-মুখ ঢাকার পরামর্শ আগেই দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু না শোনার সংখ্যাও তো দেশে কম নেই। করোনার সংক্রমণ বাড়লেও পরামর্শকে পাত্তা দিতে চাইছেন না অনেকেই। এবার তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে আহমদাবাদ পুরসভা। মাস্ক ছাড়া রাস্তায় বের হলেই ৫০০ টাকা জরিমানার ফতেয়া জারি করেছে আহমেদাবাদ পুরসভা। সংক্রমণ রুখতে মহামারি আইনের অধীনে এই নিদান দেওয়া হয়েছে বলে খবর।

বিজ্ঞাপন

আহমেদাবাদ মিউনিসিপ্যালের তরফ থেকে জানা গিয়েছে, আহমেদাবাদ পুরসভা অঞ্চলে সকাল ছ’টার পর থেকে রাস্তায় বের হলে মাস্ক পরা বাধ্যতামূলক। অন্যথায় ৫০০ টাকা জরিমানা দিতে হবে। আমজনতার পাশাপাশি দোকানদার, সবজি বিক্রেতা সকলকেই এই নিয়ম মানতে হবে। যদিও এর আগে সেখানে ২০০ টাকা করা হয়েছিল জরিমানা। সোমবার থেকে তা বেড়ে গিয়ে ৫০০ টাকা করা হয়েছে বলে জানা গিয়েছে।

বিজ্ঞাপন

করোনা সংক্রমণ ঠেকাতে প্রকাশ্য স্থানে সাধারণ মানুষকে মাস্ক পরার উপরে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই বিষয়ে সরকারের তরফেও সুনির্দিষ্ট নির্দেশিকা জারি আছে। তার পরেও মাস্ক পরা নিয়ে কিছু মানুষের মধ্যে অনিহা দেখা যাচ্ছে। এই ধরনের বেপরোয়া মনোভাব রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত উল্লেখ্য ভারতবর্ষে রোজ‌ই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৭০১ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এক দিনে এত সংখ্যক মানুষ এর আগে আক্রান্ত হননি। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন আট লক্ষ ৭৮ হাজার ২৫৪ জন। আক্রান্তের সঙ্গে সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ১৩.১ শতাংশ। সংক্রমণের দিক থেকে বিচার করলে দেশের চতুর্থ স্থানে রয়েছে গুজরাত। সেখানে মোট আক্রান্ত ৪১ হাজার ৮২০ জন। করোনার কারণে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৪৫ জন।

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading