India

ইস্তফা দিলেন কমলনাথ, মধ্যপ্রদেশ দখলে বিজেপির

বিজ্ঞাপন

মধ্যপ্রদেশে ঝরে পড়ল কংগ্রেসি ‘কমল’, সরকার গড়তে চলেছে বিজেপি ‘কমল’। শুক্রবার সাংবাদিক বৈঠক ডেকে কমলনাথ জানালেন, “মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তিনি”। ফলে আস্থা ভোট হওয়ার আর কোনো সম্ভাবনা  মধ্যপ্রদেশে। কিছুক্ষণের মধ্যেই মধ্যপ্রদেশের রাজ্যপাল লালাজি ট্যান্ডনের কাছে ইস্তফা দেবেন তিনি। ১৫ মাসের কংগ্রেস সরকারের পতন হল মধ্যপ্রদেশে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল, আস্থা ভোট নিতে হবে শুক্রবার। এমনকি সুপ্রিম কোর্ট এও বলেছিল, “যত সময় গড়াবে তত বাড়বে ঘোড়া কেনাবেচা। তাই দ্রুত সেরে ফেলতে হবে আস্থা ভোট প্রক্রিয়া।”  শুক্রবার সকালেই জানা যায় দুপুর ১২টায় সাংবাদিক বৈঠক করবেন বিদায়ী মুখ্যমন্ত্রী কমলনাথ। তখনই ওয়াকিবহাল মহল আন্দাজ করেছিল, আস্থা ভোটে না গিয়ে ইস্তফা দিয়ে দেবেন কমলনাথ। তাদের আন্দাজই সত্যি হল।

বিজ্ঞাপন

এদিকে কমলনাথ ইস্তফা ঘটনায় যারপরনাই খুশি বিজেপি নেতারা। এমনিতেও দিল্লিতে আপ সরকারের কাছে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল গেরুয়া শিবির। সিএএ, এনপিআর, সিএবি ইস্যুতে বহু মানুষের চক্ষুশূল হয়ে উঠেছে বিজেপি, সেখানে মধ্যপ্রদেশে সরকার গঠন করতে পারলে স্বাভাবিকভাবেই তারা বাড়তি অক্সিজেন পাবে।

বিজ্ঞাপন

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করতেই দল থেকে ইস্তফা দেন মধ্যপ্রদেশের ২২জন কংগ্রেস বিধায়ক। বেকায়দায় পড়ে যায় ১৫ মাসের কমলনাথ সরকার। এরপর সুপ্রিম কোর্টে গিয়ে আস্থা ভোটের দাবি করে বিজেপি। কমলনাথ সেই সময়ে বলেন, তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন। কিন্তু সেটা সম্ভব নয় বুঝেই এদিন ইস্তফার সিদ্ধান্ত ঘোষণা করলেন কমলনাথ, বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading