দেশ

এই তিন দাবি পূরণ না হলে রাজ্যসভার অধিবেশনে বয়কট করা হবে, চরম হুঁশিয়ারি গুলাম নবি আজাদের

তিনটি দাবি পূরণ করা না হলে রাজ্যসভার (Rajya Sabha) অধিবেশন বয়কট করা হবে, এরকমটাই হুঁশিয়ারি দিলেন রাজ্যসভার দলনেতা গুলাম নবি আজাদ (Gulam Navi Azad)। কৃষি বিল (Kisan Bill 2020) নিয়ে কেন্দ্রকে ইতিমধ্যেই কোণঠাসা করার চেষ্টায় রত বিরোধীরা। তাদের অভিযোগ ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কোনোরকম আশ্বাস দেওয়া হয়নি এই বিলে। এর ফলে বেসরকারি সংস্থা গুলি অন্যতম সহায়ক মূল্য থেকে কম দাম দিয়ে চাষিদের থেকে ফসল কিনে নেবে আখেরে প্রবল ভাবে ক্ষতিগ্রস্ত করবে চাষীদের। এই নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল।

যদিও রাজ্যসভায় এই বিল পাসের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারংবার আশ্বাস দিয়েছেন যে, ন্যূনতম সহায়ক মূল্য বজায় থাকবে। সরকারের তরফে সরাসরি কৃষকদের থেকে কৃষি পণ্য কিনে নেওয়ার রীতিও বজায় থাকবে। রবিবার সন্ধ্যাবেলা এই একই কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। তিনি নিজেকে কৃষক বলে বর্ণনা দিয়ে বলেছেন কেন্দ্রীয় সরকার কখনই এমন কিছু করবে না যাতে দেশের কৃষকদের ক্ষতি হয়। ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়ে কখনও বিলে উল্লেখ করা হয় না। তবে সেই রীতি মোটেও বিলুপ্ত হচ্ছে না।

বিরোধীদের দাবি, পৃথক একটি বিল এনে ন্যূনতম সহায়ক মূল্য যে থাকছে সেই বিষয়টি স্পষ্ট করতে হবে মোদী সরকারকে। ধরনা, বিক্ষোভ, অধিবেশনে হই-হট্টগোলের মাধ্যমে সরকারের উপরও চাপ বাড়িয়ে চলেছেন তাঁরা।

প্রসঙ্গত এই বিষয় নিয়ে বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছেন সেখানে সরকারপক্ষ একটু হলেও দুর্বল হয়ে পড়েছে। ফলে কেন্দ্রীয় সরকারের উপর চাপ দেখা দিয়েছে। এর মধ্যেই আজ রাজ্যসভার দলনেতা গুলাম নবি আজাদ জানিয়ে দিয়েছেন, তিনটি দাবি পূরণ করতেই হবে না হলে রাজ্যসভার অধিবেশনে বন্ধ করে দেওয়া হবে। প্রথম দাবি হল, পৃথক একটি বিল এনে সরকারকে নিশ্চিত করতে হবে যে কোন বেসরকারি সংস্থা যেন অন্যতম সহায়ক মূল্যের কমে কৃষকদের থেকে ফসল না কেনে। ২, সেই ন্যূনতম সহায়ক মূল্যের দাম নির্ধারণ করতে হবে স্বামীনাথন কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করে। ৩,ন্যূনতম সহায়ক মূল্যের কম দামে যেন ফসল, আনাজ না কেনে ফুড কর্পোরেশন ইন্ডিয়া বা কেন্দ্রের অন্যান্য সংস্থা।

এছাড়াও তৃণমূলের যে সাংসদকে এক সপ্তাহের জন্য বরখাস্ত করা হয়েছে রাজ্যসভা থেকে তা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন গুলাম নবি আজাদ। এই তিনটি দাবি পূরণ না হলে অধিবেশন বয়কট করা হবে হুঁশিয়ারি দিয়ে সমবেতভাবে আজ বিরোধীরা সভা কক্ষ থেকে ওয়াকআউট করেন।

debangon chakraborty

Related Articles

Back to top button