India

অসহ‍্য দুই পড়শি! দিন নেই রাত নেই উৎপাত আটকাতে আসছে ভারতের নতুন প্রহরী!

বিজ্ঞাপন

সে অত‍্যন্ত প্রখর বুদ্ধিসম্পন্ন! শক্তিশালী এবং চালাক‌ও বটে। ভারত সীমান্তে দুই প্রতিবেশী অর্থাৎ চীন ও পাকিস্তানের উৎপাত সহ্য করবে না বলে ঠিক করেছে। আর তাই এবার দুই প্রতিবেশী সামলাতে দেশের সঙ্গে লাগোয়া সীমান্তে নতুন প্রহরী মোতায়েন করবে ভারত। তা কে সে? সেই নতুন প্রহরী যেমন চালাক, তেমনই শক্তিশালী। তার নাম MQ-9 রিপার ড্রোন। জানা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে এই রিপার ড্রোন কিনবে ভারত। এই MQ-9 রিপার ড্রোন-এর মাধ্যমেই কয়েক মাস আগে বাগদাদে ইরানের জেনারেল কাশিম সুলেমানিকে হত্যা করেছিল আমেরিকা। কেউ কিছু বোঝার আগেই কাজ শেষ করে ফিরে এসেছিল এই ড্রোন।

বিজ্ঞাপন

এই রিপার ড্রোন ঘণ্টায় সর্বোচ্চ ২৩০ কিমি বেগে ছুটতে পারে। ৫০ হাজার ফিট উঁচুতেও উড়তে পারে। এমনকী, রাডারের নজর এড়াতেও সক্ষম এই বিশেষ ড্রোন। নিজের সঙ্গে প্রায় ৪৮০০ কেজি অস্ত্র ও বিস্ফোরক বোঝাই করতে পারে MQ-9 রিপার ড্রোন নামের প্রহরী।

বিজ্ঞাপন

চীনের সঙ্গে সীমান্তে সাম্প্রতিক ঝামেলার পরই ভারত এই অস্ত্র কেনার দিকে ঝুঁকেছে। জানা গিয়েছে, সীমান্তের বহু বিপদসঙ্কুল ও বন্ধুর জায়গায় বায়ুসেনা পৌঁছতে পারে না। সেখানে এই ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। প্রয়োজনে আক্রমণ করবে এই MQ-9 রিপার ড্রোন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading