IndiaWest Bengal

আংশিক নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ! চালু হতে চলেছে একাধিক দূরপাল্লার ট্রেন, দেখে নিন-

বিজ্ঞাপন

করোনার দ্বিতীয় কেউ কিছুটা স্তিমিত হয়েছে। চোখ রাঙাচ্ছে তৃতীয়। এরইমধ্যে এবার‌ রেল পরিষেবাকে একটু চাঙ্গা করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন জোনে চালু করা হবে দূরপাল্লার ট্রেন। করোনা মহামারীর দ্বিতীয় ব্যাপক প্রভাব ফেলে ভারতবর্ষে। বিস্তর প্রাণহানি হয়। এর জেরেই গত এপ্রিল মাসে বন্ধ করে দেওয়া হয়েছিল দূরপাল্লার ট্রেনগুলি।

বিজ্ঞাপন

চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ট্রেন ফের সচল হচ্ছে সেই তালিকা-

বিজ্ঞাপন

উত্তর রেলের ক্ষেত্রে দেখে নেওয়া যাক-

বিজ্ঞাপন

১) ০৩২৫৪ বাঁশওয়াড়ি-পাটনা (সাপ্তাহিক -রবিবার)।

বিজ্ঞাপন

২) ০৩২৫৩ পাটনা-বাঁশওয়াড়ি (সাপ্তাহিক – বৃহস্পতিবার)।

৩) ০৫২৭০ আমদাবাদ-মুজফ্ফরপুর (সাপ্তাহিক – শনিবার)।

বিজ্ঞাপন

৪) ০৫২৬৯ মুজফ্ফরপুর-আমদাবাদ (সাপ্তাহিক – বৃহস্পতিবার)।

৫) ০৩২৫৯ পাটনা-ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস (বুধবার এবং রবিবার)।

৬) ০৩২৬০ ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস-পাটনা (শুক্রবার এবং রবিবার)।

পূর্ব রেলের ক্ষেত্রে দেখে নেওয়া যাক-

১) ০২০২০ রাঁচি-হাওড়া শতাব্দী স্পেশাল (রবিবার ছাড়া)।

২) ০২০১৯ হাওড়া-রাঁচি শতাব্দী স্পেশাল (রবিবার ছাড়া)।

৩)০৩১৬১ কলকাতা-বালুরঘাট স্পেশাল (রবিবার ছাড়া)।

৪) ০২৩৪৪ নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ স্পেশাল (রোজ)।

৫) ০২৩৪৩ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি স্পেশাল (রোজ)।

৬) ০২২৬১ কলকাতা-হলদিবাড়ি স্পেশাল (মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার)।

৭)০৩১৬২ বালুরঘাট-কলকাতা স্পেশাল (রবিবার ছাড়া)।

৮) ০২২৬২ হলদিবাড়ি-কলকাতা স্পেশাল (বুধবার, শুক্রবার এবং রবিবার)।

৯) ০৩০৩৩ হাওড়া-কাটিহার স্পেশাল (রোজ)।

১০) ০৩০৩৪ কাটিহার-হাওড়া স্পেশাল (রোজ)।

তবে বাংলায় এই মুহূর্তে বন্ধ রয়েছে লোকাল ট্রেন। দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রেও বেশি সংখ্যক ট্রেন চালানো হচ্ছে না।

সূত্রের খবর, রাজ্যে কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন চালানোর অনুমতি দিয়েছিল রেল বোর্ড। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিকে মাথায় রেখে সেই ট্রেন চালানোর ক্ষেত্রে সবুজ সংকেত দেয়নি পশ্চিমবঙ্গ সরকার।

গতকাল লকডাউনের বিধি নিষেধ নিয়ে করা ঘোষণা অনুযায়ী এখনও কমপক্ষে ১৫ দিন সাধারণ মানুষের জন্য লোকাল ট্রেন চলবে না। শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন চালানো হবে। তাতে সাধারণ জনতা উঠতে পারবেন না।

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading