India

নারীশক্তির জয় আকাশেও! সুমেরু পার করে নতুন ইতিহাস গড়ার দিকে ভারতীয় মহিলা পাইলটরা

বিজ্ঞাপন

নারীশক্তির বিকাশ আজ চারিদিকে। সবদিক থেকেই পুরুষদের সঙ্গে সমান তালে টক্কর দিচ্ছে নারীরা। তাহলে আকাশপথই বা নারীবিকাশের ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াবে কেন? ফের একবার ইতিহাস গড়তে চলেছে নারী। এবার আকাশপথে। বিমান উড়িয়ে দুর্গম পথ পাড়ি দিতে চলেছেন এয়ার ইন্ডিয়ার মহিলা পাইলটরা। যে পথে যেতে বারবার হোঁচট খান যে কোনও পাইলট, এবার সেই পথেই পাড়ি দেবেন ভারতীয় মহিলা পাইলটরা। তাদের নেতৃত্ব দেবেন জোয়া আগরওয়াল।

বিজ্ঞাপন

জানা গিয়েছে, সান ফ্রান্সিসকো থেকে বেঙ্গালুরু, ১৬ হাজার কিলোমিটার পথ বিমান উড়িয়ে ফিরবেন মহিলা পাইলটের দল। এর মাঝে পড়ে উত্তর মেরু বা সুমেরু। সেখানেই আসল চ্যালেঞ্জ। এয়ার ইন্ডিয়ার অভিজ্ঞ আধিকারিকরা বলেছেন, সুমেরু বৃত্তের ওই পথ দিয়ে বিমান ওড়ানো সহজ কাজ নয়। বিশেষজ্ঞদের মতে, এই পথ বিশ্বের সবচেয়ে দুর্গম পথ। সুমেরুর উপর দিয়ে বিমান ওড়ানোর সময় নানান সমস্যা দেখা দেয়। বিমানে যান্ত্রিক সমস্যা হয়। খুব দক্ষ ও অভিজ্ঞ পাইলট ছাড়া এই পথে নিরাপদে বিমান ওড়ানো খুব মুশকিল।

বিজ্ঞাপন

কিন্তু এক্ষেত্রে এয়ার ইন্ডিয়া কমবয়সী মহিলা পাইলটের উপরেই আস্থা রেখেছে। জোয়াও যথেষ্ট আত্মবিশ্বাসী। তাঁর মতে তাঁরা আজ এই অভিযানে সফল হবেনই। তাঁর কথায়, “সুমেরুর উপর দিয়ে বোয়িং ৭৭৭ উড়িয়ে যাওয়ার ইচ্ছা আমার অনেকদিনের। আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য এয়ার ইন্ডিয়া ও বিমানমন্ত্রকের কাছে আমি কৃতজ্ঞ”। সব বাধা পেরিয়ে আজ ভারতের মহিলা পাইলটরা বিশ্বজয়ের দিকে পা বাড়াচ্ছেন জোয়া আগরওয়ালের নেতৃত্বে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১৩সালে সবচেয়ে কমবয়সী পাইলট হিসেবে দীর্ঘতম পথ বিমানে পাড়ি দিয়ে রেকর্ড গড়েছিলেন জোয়া। আজ ফের একবার ইতিহাস গড়ার পথে জোয়া। তাঁর মতে, তাঁর গোটা টিম যথেষ্ট দক্ষ ও প্রশিক্ষিত। তাদের টিমে রয়েছেন ক্যাপ্টেন থানমাই পাপাগারি, শিবানি মানহাস, ও আকাঙ্ক্ষা সোনাওয়ানে। এঁরা সকলেই দীর্ঘসময় আকাশে উড়ানে অভ্যস্ত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading