কিছু কংগ্রেস নেতা দুর্দান্ত কাজ করছেন, কিন্তু বাকি কিছুর জন্য তো সেই পরিশ্রম বৃথা যাচ্ছে! সোনিয়াকে চিঠি নাড্ডার

যাচ্ছে।
চিঠিতে কী লিখেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি? কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রীকে চিঠি লিখে নাড্ডা জানিয়েছেন, “করোনা পরিস্থিতিতে কংগ্রেসের আচরণ আমাকে চমকে দিয়েছে, তবে অবাক হইনি। আপনার দলের বেশ কিছু নেতা মানুষকে সাহায্য করতে দুর্দান্ত কাজ করছে। কিন্তু তাঁদের পরিশ্রম ব্যর্থ হচ্ছে দলের প্রথম সারির কিছু নেতার ভুয়ো খবর এবং মিথ্যা ছড়ানোর জন্য।”
আরও পড়ুন- করোনায় কাবু? সুস্থ থাকতে জেনে নিন এই ম্যাজিক ব্রেকফাস্টের খোঁজ!
সোনিয়াকে বিজেপির সর্বভারতীয় সভাপতি লিখেছেন, “আশা ছিল, গোটা দেশ যখন করোনা নামের মহামারীর বিরুদ্ধে লড়ছে, তখন অন্তত কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করে অকারণ আতঙ্ক ছড়ানো বন্ধ করবে। শুধু মাত্র রাজনীতির স্বার্থে পরস্পর বিরোধী আচরণ করা বন্ধ করবে। কিন্তু সেটা হল না।”
এখানেই থামেননি নাড্ডা। কংগ্রেস সভানেত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জও ছুঁড়েছেন তিনি। নাড্ডা বলছেন, দেশের অনেক বিজেপি শাসিত রাজ্য সাধারণ মানুষের কথা ভেবে করোনা প্রতিষেধক বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমার বিশ্বাস আপনাদের অধীনে থাকা রাজ্যগুলির সরকারও গরিবদের জন্য ভাবে। এবং আমাদের মতোই আপনাদের রাজ্যগুলিও সম্পূর্ণ বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করবে।
আরও পড়ুন-আবার সেই ভয়াবহ কান্ড! গঙ্গা জুড়ে ভাসছে অগুনতি লাশ, আতঙ্কিত গ্রামবাসী
প্রসঙ্গত উল্লেখ্য, করো না ভারতে আছড়ে পড়ার পর থেকেই ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সোনিয়া পুত্র রাহুল গান্ধী। বারবার বিভিন্ন ইস্যুতে নরেন্দ্র মোদীকে কাঠগোড়ায় তুলেছেন তিনি। এর আগেও কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুলেছেন নাড্ডা। কিন্তু সেভাবে কখনই কোনও কংগ্রেসী নেতাকে মাঠে নেমে কাজ করতে দেখা যায়নি। তুলনায় অনেক বেশি এবং ভাল কাজ করছেন নিচু স্তরের নেতারা। অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হোক বা হসপিটালে ভর্তি করা দিল্লিতে অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছেন কংগ্রেসের নিম্ন স্তরের নেতারাই। আর এবার সেটাকেই হাতিয়ার করে কংগ্রেসকে ফের বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।