দেশ

ফের রক্তাক্ত উপত্যকা! ফের কাশ্মীরি পণ্ডিতের উপর চলল গুলি, ঝাঁঝরা করে দিল সন্ত্রাসবাদীরা

দেশে এখন এই মুহূর্তে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে চর্চার অন্ত নেই। নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের উপর নির্যাতন, তাদের কাশ্মীর থেকে উৎখাতের জন্য গণহত্যা, এই কাহিনীর প্রেক্ষাপটেই তৈরি হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। এই ছবি নিয়ে নানান বিতর্ক দানা বেঁধেছে গোটা দেশে।

আর এমন আবহেই ফের একবার গুলি চলল কাশ্মীরি পণ্ডিতের উপর। গুলি করে ঝাঁঝরা করে দিল জঙ্গিরা। ফের একবার রক্তাক্ত হল ভূস্বর্গ।

জানা গিয়েছে, গতকাল, সোমবার জম্মু-কাশ্মীরের সোপিয়ানে চৌতিগাম এলাকায় গুলি চালায় জঙ্গিরা। সেখানেই এক কাশ্মীরি পণ্ডিতকে লক্ষ্য করে চালানো হয় গুলি। ঝাঁঝরা করে হয় তাঁকে। সোপিয়ান পুলিশের তরফে এই খবরটি নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে যে গতকাল, সোমবার রাত ৮টা নাগাদ চৌতিগামে নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন বালকৃষ্ণন নামের ওই কাশ্মীরি পণ্ডিত। তাঁর শরীরে একাধিক গুলির চিহ্ন মিলেছে। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন তিনি।

কে বা কারা এই গুলি চালিয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে সোপিয়ান পুলিশ। এর আগেও শ্রীনগরের লালচকে অন্য এক হামলায় আহত হয়েছিলেন দুই সিআরপিএফ জওয়ান। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

debangon chakraborty

Related Articles

Back to top button