দেশ

দেশ তাঁদের বীরত্বকে সবসময় মনে রাখবে! জওয়ানদের মৃত্যু বিচলিত করে, শোকস্তব্ধ করে! মন্তব্য রাজনাথের!

লাদাখ সীমান্তের গাল‌ওয়ান উপত‍্যকায় ভারতীয় জওয়ানদের মৃত্যু নিয়ে অবশেষে নিজের বক্তব্য রাখলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সীমান্ত সংঘর্ষের এই অবস্থায় কেন্দ্রের কোনও গুরুত্বপূর্ণ মন্ত্রী এখনও পর্যন্ত মুখ খোলেননি। তারপর বুধবার বেলা ১২ টা নাগাদ টুইটারে শহিদ জওয়ানদের সাহসিকতার প্রশংসা করেন এবং তাঁদের পরিবারকে সমবেদনা জানান প্রতিরক্ষামন্ত্রী।

তিনি জানান, জওয়ানদের মৃত্যু অত্যন্ত পীড়াদায়ক। তিনি শোকস্তব্ধ। সেই সঙ্গে শহীদদের বীরত্বকে কুর্নিশ জানাতে ভোলেননি প্রতিরক্ষামন্ত্রী। তাঁর কথায় জ‌ওয়ানরা যে বীরত্বের পরিচয় দিয়েছেন, সেই জন্য দেশবাসী তাঁদের সাহসিকতা এবং আত্মবলিদানকে কখনও ভুলবে না।

সোমবার রাতের দিকে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় এবং চৈনিক সেনার মধ্যে সংঘর্ষ বাঁধে। কোনও গোলাগুলি না চললেও রড, কাঁটা দিয়ে ইত‍্যাদি দিয়ে হাতাহাতি হয়। মৃত্যু হয় তিন ভারতীয় জওয়ানের। আহত অবস্থায় প্রবল ঠান্ডায় মারা গিয়েছেন আহত আরও ১৭ জন ভারতীয় জওয়ান। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত চার জওয়ানের অবস্থা আশঙ্কাজনক।

ইতিমধ্যে গালওয়ান পরিস্থিতি নিয়ে একাধিকবার বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক করেছেন প্রতিরক্ষামন্ত্রী। ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত এবং তিন বাহিনীর প্রধানরা।

debangon chakraborty

Related Articles

Back to top button