পূর্বের তিক্ত অভিজ্ঞতা মুছে ফের পুরী মন্দিরে প্রবেশ মমতা বন্দ্যোপাধ্যায়-এর

তিন বছর আগের পুরনো তিক্ততা ভুলে ফের পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে হাজির রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল ৪.১৫ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে পৌঁছলে সেবায়েতরা তাকে ফুলমালায় স্বাগত জানান। এরপর বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীকে প্রবেশ করানো হয় মন্দিরের ভিতরে।
ভুবনেশ্বরে ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে যোগ দিতে গিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বেলা সওয়া চারটে নাগাদ পুরুষোত্তম ধামে পৌঁছন তিনি। তাঁকে প্রথা মাফিক স্বাগত জানান মন্দিরের প্রধান পুরোহিত। এদিন মুখ্যমন্ত্রীর সফর ঘিরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছিল ওড়িশা পুলিশ।প্রসঙ্গত উল্লেখ্য ২০১৭ সালে অর্থাৎ তিন বছর আগে মুখ্যমন্ত্রীর জগন্নাথের মন্দিরে প্রবেশ নিয়ে শুরু হয়েছিল ব্যাপক রাজনীতি। অবশ্য এদিন তেমন কিছু ঘটেনি। বরং নিয়মরীতি মেনেই অভ্যর্থনা জানানো হয় মুখ্যমন্ত্রীকে।
আজ বিকেলে পুরীর মন্দিরে পুজো দেওয়ার পর আগামিকাল ভুবনেশ্বর যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এর সঙ্গে দেখা করবেন তিনি। এরপর ২৮শে ফেব্রুয়ারি ভুবনেশ্বরে ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে উপস্থিত থাকবেন মমতা। সবকিছু ঠিক থাকলে বৈঠক শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সঙ্গে একান্ত বৈঠকও করবেন তিনি।