দেশ
অবিবাহিত মহিলাদেরও গর্ভপাত করানোর সমান অধিকার রয়েছে, বৈবাহিক ধ’র্ষ’ণও ধর্ষণ, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের

সব মহিলারই গর্ভপাত করানোর সমান অধিকার রয়েছে। গর্ভপাত করানোর ব্যাপারে বিবাহিত বা অবিবাহিত মহিলার মধ্যে পার্থক্য করা অসাংবিধানিক। গর্ভপাত নিয়ে এমনই রায় দিল সুপ্রিম কোর্ট।
এর পাশপাশি শীর্ষ আদালত এও মন্তব্য করে যে বৈবাহিক ধ’র্ষ’ণের কারণেও গর্ভপাতের প্রয়োজন হতে পারে। আদালতের কথায়, বৈবাহিক ধ’র্ষ’ণও ধ’র্ষ’ণ। শীর্ষ আদালতে বৈবাহিক ধর্ষণ সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া সত্বেও আদালতের এমন মন্তব্য উল্লেখ্যযোগ্য বলেই মনে করা হচ্ছে।
আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানায় যে একজন নারীর বিয়ে করেছেন কী করেন নি, তার উপর ভিত্তি করে তাঁকে গর্ভপাতের অধিকার থেকে বঞ্চিত করা যায় না কখনই। ২০ থেকে ২৪ সপ্তাহের মধ্যে বিবাহিতদের মতোই একজন অবিবাহিত মহিলাও গর্ভপাত করাতে পারবেন। এক্ষেত্রে মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি আইন সংশোধনের কথা উল্লেখ করে সুপ্রিম কোর্ট।