দেশ

নতুন সংসদ ভবনের উদ্বোধনকে স্মরণীয় করতে বিশেষ উদ্যোগ মোদী সরকারের, বাজারে আসছে ৭৫ টাকার কয়েন

এক বিশেষ ঘোষণা করা হল কেন্দ্রের তরফে। এবার বাজারে আসতে চলেছে ৭৫ টাকার কয়েন। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নতুন সংসদ ভবনের উদ্বোধনকে স্মরণীয় করতে ও স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উদযাপনের জন্যই এই উদ্যোগ। উদ্বোধনী অনুষ্ঠানের দিনই প্রকাশ করা হবে এই কয়েন।

অর্থ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ও নতুন সংসদ ভবনের উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে বিশেষ ৭৫ টাকার কয়েন আনা হচ্ছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে।

অর্থ মন্ত্রক সূত্রে খবর, এই ৭৫ টাকার কয়েনের সামনের দিকে একেবারে মাঝখানে থাকবে অশোক স্তম্ভের সিংহের মুখ। এর ঠিক নীচে লেখা থাকবে ‘সত্যমেব জয়তে’। বাঁ-দিকে দেবনাগরী হরফে লেখা থাকবে ‘ভারত’ আর ডানদিকে ইংরেজিতে  লেখা থাকবে ‘ইন্ডিয়া’। সেইসঙ্গে বিশেষ কয়েনে থাকবে রুপির চিহ্ন। সিংহের নীচে লেখা থাকবে ‘৭৫’।

ওই কয়েনের অপরপ্রান্তে থাকবে নয়া সংসদ ভবনের ছবি। অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপরের দিকে দেবনাগরী হরফে ‘সংসদ সংকুল’ লেখা থাকবে। আর নীচে ইংরেজি হরফে ‘PARLIAMENT COMPLEX’ কথাটি লেখা থাকবে। সংসদ ভবনের ঠিক নীচে লেখা থাকবে ‘2023′ (অর্থাৎ যে বছরে কয়েন তৈরি করা হচ্ছে সেই বছরটি)।

সূত্রের খবর, এই গোলাকার কয়েনের ব্যাসার্ধ হবে ৪৪ মিলিমিটার ও ধারে মোট ২০০০টি দাগ থাকবে। এই বিশেষ কয়েন চারটি ধাতু দিয়ে তৈরি হবে আর এর ওজন হবে ৩৫ গ্রাম। ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল ও ৫ শতাংশ জিঙ্ক মিশ্রিত করে তৈরি হবে এই ৭৫ টাকার কয়েন।

প্রসঙ্গত, আগামী রবিবার অর্থাৎ ২৮শে মে নতুন সংসদ ভবনের উদ্বোধন রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়া সংসদ ভবনের উদ্বোধন করবেন। দেশের সমস্ত রাজনৈতিক দলগুলিকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও তৃণমূল, আপ, সিপিএম-সহ ২০টি দল এই অনুষ্ঠান বয়কট করেছে। তবে বাকি রাজনৈতিক দলগুলি এই অনুষ্ঠানে যোগ দেবে বলে জানা গিয়েছে।

debangon chakraborty

Related Articles

Back to top button