দেশ

নৃশংসতা! প্রেমিককে বিয়ে করার জন্য তার সঙ্গে হাত মিলিয়ে দুই সন্তানকে খুন করল মা, ভয়াবহ ঘটনায় শিউড়ে উঠল সকলে

এক সন্তানের কাছে মা-ই হল দুনিয়ার সবথেকে বড় নিরাপদ ও নিশ্চিন্তের জায়গা। কিন্তু মায়ের সেই জায়গাই যদি সবথেকে বড় ক্ষতির জায়গা হয়ে ওঠে, তখন? উত্তরপ্রদেশের মীরাটে এমন এক নৃশংস ঘটনা ঘটল যাতে গোটা দেশ কার্যত শিউড়ে উঠেছে। প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে নিজের দুই সন্তানকে খুন করল মা।

পুলিশ সূত্রে খবর, নিজের প্রেমিক ও তার চার সঙ্গীর সঙ্গে পরিকল্পনা করে নিজের ১০ বছর ও ৬ বছরের দুই সন্তানকে খুনের অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। মহিলার নাম নিশা।

জানা গিয়েছে, পুরসভার কাউন্সিলর সৌদ ফইজির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান নিশা। নিজের স্বামীকে ছেড়ে ফইজিকে বিয়ে করতে চেয়েছিলেন মহিলা। ফইজি তাতে রাজিও ছিলেন। কিন্তু নিশার দুই সন্তানের দায়িত্ব নিতে চান নি ফইজি। সেই কারণেই ফইজি ও তার চার সঙ্গীর সঙ্গে শলাপরামর্শ করে নিজের সন্তানদেরই খুন করেছেন ওই মহিলা।

সিটি এসপি পীযূষ সিং জানিয়েছেন, নিজের ১০ বছরের সন্তানকে বাড়িতেই খুন করেন নিশা। আর ৬ বছরের শিশুকন্যাকে ফইজির এক সঙ্গীর বাড়িতে খুন করা হয়। দুই সন্তানকে খুনের পর বাক্সের মধ্যে ভরে দেহ জ্বলে ভাসিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

নিশাকে জেরা করতে গিয়ে তার বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপরই সন্দেহ বাড়তে থাকে পুলিশের। এরপর জেরা করা হয় ফইজিকে। চাপের মুখে পড়ে অপরাধের কথা স্বীকার করে নেন তিনি। গ্রেফতার করা হয় ওই মহিলা-সহ ফইজি ও তার সঙ্গীদের। এমন এক নৃশংস ঘটনায় গোটা দেশ কার্যত কেঁপে উঠেছে।

debangon chakraborty

Related Articles

Back to top button