ফের ফিরতে পারে ২৬/১১-এর স্মৃতি, একই ধাঁচে হতে হবে হামলা, পাকিস্তান থেকে হুমকি দেওয়া হল মুম্বই পুলিশকে

২৬/১১, এই দিনটি ভারতের ইতিহাসে এক কালো অধ্যায় বলা যায়। সেদিনের সেই স্মৃতির ক্ষত এখনও দগদগে অনেকের মনেই। ফের সেরকম দিনের স্মৃতি ফিরতে পারে। ২৬/১১-এর মতো হামলা ফের হতে পারে, এমনই হুমকি বার্তা এল মুম্বই ট্র্যাফিক পুলিশের কন্ট্রোল রুমে পাকিস্তানের একটি নম্বর থেকে।
স্নগবাদ সংস্থা সূত্রে খবর অনুযায়ী, এই হুমকি বার্তায় বলা হয়েছে, “মুম্বইয়ে একটা হামলা চালানো হবে। এই হামলা ২৬/১১-কে মনে করাবে। আমার ফোন নম্বর যদি খতিয়ে দেখা হয়, তা হলে লোকেশন হিসাবে ভারতই দেখাবে। বিস্ফোরণ ঘটাবে ছ’জন। মুম্বই শহরে বিস্ফোরণ হবে। যদি ওসামা বিন লাদেন, আজমল কসাব ও আয়মান আল-জওয়াহিরিকে হত্যা করা হয়, তা হলে আরও অনেক কিছু ভবিষ্যতে ঘটবে”।
এই হুমকি বার্তা পাওয়ার পরই তৎপর হয়েছে মুম্বই পুলিশ। শুরু হয়েছে তদন্ত। বেশ নড়েচড়ে বসেছে পুলিশ।
সম্প্রতি মুম্বই থেকে অনতিদূরে রায়গড় উপকূলে এক পরিত্যক্ত নৌকা থেকেউদ্ধার হয় বেশ কিছু অস্ত্র। এই অস্ত্রের মধ্যেই ছিল একে-৪৭ রাইফেল। তা নিয়ে বেশ শোরগোল পড়ে যায়। রায়গড়ের হরিহরেশ্বর সৈকতের কাছ থেকে নৌকা থেকে উদ্ধার হয় এই অস্ত্র। আর এই ঘটনার পরই মুম্বই পুলিশের কাছে এমন হুমকি বার্তা এই ঘটনার গুরুত্ব আরও বাড়িয়েছে।
বলে রাখি, ২০০৮ সালের নভেম্বর মাসে পাক সন্ত্রাসবাদীদের হামলায় রক্তাক্ত হয়েছিল বাণিজ্যনগরী। মুম্বইয়ের তাজ হোটেলের পাশাপাশি ছত্রপতি শিবাজি টার্মিনাস, ওবেরয় ট্রাইডেন্টের মতো আটটি জায়গায় হামলা চালায় আজমল কসাব ও তার দলবল। ২০১২ সালের ২১ নভেম্বর কসাবের ফাঁসি হয়।
অন্যদিকে, এই হামলার অন্যতম চক্রী ডেভিড কোলম্যান হেডলি আমেরিকায় ৩৫ বছরের কারাদণ্ড কাটছে। এই হামলায় ১৬৪ জন মানুষ নিহত হন। ৩০০-এরও বেশি মানুষ আহত হয়েছিলেন। জানা যায়, করাচি থেকে সমুদ্র পার করে মুম্বইয়ে ঢোকে জঙ্গিরা। লস্কর-ই-তৈবার ১০ জঙ্গি এই হামলা চালায়।