সম্প্রীতির অনন্য নজির আগ্রা জেলে! নবরাত্রির উপবাস রাখছে মুসলিম বন্দিরা, রোজা পালন হিন্দু বন্দিদের

গত বুধবার থেকে শুরু হয়েছে হিন্দুদের চৈত্র মাসের নবরাত্রি। আবার শুক্রবার থেকে শুরু হয়েছে রমজান মাস। এই দুই ধর্মের দুই আচার পালনেই রয়েছে উপবাস পর্ব। এবার আগ্রার জেলেই সম্প্রীতির এক অনন্য নজির গড়লেন হিন্দু ও মুসলিম বন্দিরা।
আগ্রা জেল কর্তৃপক্ষের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে হিন্দু বন্দিদের একাংশ জানিয়েছেন যে তারা মুসলিম বন্দিদের সঙ্গে রোজা রাখছেন। সারাদিন নির্জলা উপবাস। আবার মুসলিম বন্দিরাও জানিয়েছেন যে তারাও নবরাত্রির উপবাস পালন করছেন। এভাবেই দুই সম্প্রদায়ের মানুষ একে অপরের আচারে অংশ নিচ্ছেন।
এর আগে আগ্রায় একাধিকবার সাম্প্রদায়িক বিভেদ ও বিদ্বেষের অভিযোগ উঠেছে। সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনার খবরও বারবার দেখা গিয়েছে খবরের শিরোনামে। তবে এবার ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতার বার্তা দিলেন আগ্রার বন্দিরা।
আগ্রার কেন্দ্রীয় কারাগারের শীর্ষকর্তা রাধাকৃষ্ণ মিশ্র জানান, নবরাত্রি এবং রমজান মাস পালনের যাবতীয় ব্যবস্থা করা হয়েছে জেল কর্তৃপক্ষের তরফে। জেলার অলোক সিং জানান, ৯০৫ জন বন্দির মধ্যে ১৭জন মুসলিম বন্দি নবরাত্রি এবং ৩৭জন মুসলিম বন্দি রোজার উপবাস পালন করছে। এই উদ্যোগে জেল কর্তৃপক্ষের সঙ্গে হাত মিলিয়েছে এক সামাজিক সংগঠনও।