India

ভারতের একাংশে তাপপ্রবাহ, ভয়াবহ চিত্র ধরা পড়ল NASA-র স্যাটেলাইটে

বিজ্ঞাপন

একদিকে দেশজুড়ে হু হু করে বেড়েই চলছে করোনা সংক্রমন। অন্যদিকে চলতি লকডাউনের জন্য লাখ লাখ মানুষের চাকরি চলে গেছে। বাসস্থান হারিয়ে খাদ্যের অভাবে পরিযায়ীরা ঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা জানেন ও না ঘরে কী অপেক্ষা করছে তাদের জন্য! কোনো রাজ্যে দাবানল তো কোনো রাজ্য বন্যার কবলে। কোথাও আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় আবার কোথাও হয়েছে ভূমিকম্প। কোথাও আবার ক্ষেতের পর ক্ষেত ধ্বংস করছে পঙ্গপাল।

বিজ্ঞাপন

এই মুহূর্তে ভারত চারিদিক থেকে সংকটের কবলে পড়েছে। এবার এই তালিকায় আরও একটি সংকট যুক্ত হল। তার নাম তাপপ্রবাহ। এই মুহূর্তে ব্যাপক তাপপ্রবাহের কবলে পড়েছে দেশের একটা বড় অংশ।

বিজ্ঞাপন

ভারতের একাংশে তাপপ্রবাহ, ভয়াবহ চিত্র ধরা পড়ল NASA-র স্যাটেলাইটে 1

বিজ্ঞাপন

বিগত একমাস ধরে উত্তর, মধ্য, পশ্চিম ও দক্ষিণ ভারতের একাংশে জুড়ে বেড়েই চলেছে তাপমাত্রা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইটে ধরা পড়েছে তাপপ্রবাহের এক মারাত্মক রূপ। দিল্লির আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে, আরও ৫-৬ দিন দেশব্যাপী তাপপ্রবাহের এই বিধ্বংসী রূপ চলতে থাকবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাজস্থানের সর্বোচ্চ স্থানের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস। বিগত ১০ বছরে এটা দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। একই দিনে রাজধানী দিল্লির পারদও ছিল ৪৭.৬ ডিগ্রি। গত ৫ দিন ধরেই উত্তর ও মধ্য ভারতের বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা ৪৭ ডিগ্রির উপরে রয়েছে।

বৃহস্পতিবার অবশ্য একটু আশার কথা শুনিয়েছেন মৌসম ভবন। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুসারে, পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরেই এই তাপপ্রবাহ শেষ হবে। এর জেরে উত্তর ভারতে কমবে সর্বোচ্চ তাপমাত্রা। ঝড়-বৃষ্টির কারণে তাপপ্রবাহের হাত থেকেও মুক্তি মিলবে রাজ্যবাসীদের।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading