শিক্ষকের কাজ শিক্ষা দেওয়া। কিন্তু ভারতবর্ষের শিক্ষা পরিকাঠামোতে এযাবৎকাল শিক্ষকদের মিড-ডে-মিল পরিচালনা করা, ভোটের ডিউটি করার মতো অনেক আনুসঙ্গিক কাজও সামলাতেন। আর এত কাজ করা নিয়ে দীর্ঘদিন ধরেই অনুযোগ করতেন শিক্ষকরা।
আর এবার মোদী সরকারের নয়া শিক্ষানীতিতে শিক্ষকদের বড়সড় সুখবর শোনাল কেন্দ্র। জানানো হল, এবার থেকে স্কুলের শিক্ষকরা তাঁদের নির্দিষ্ট কাজ টুকুই করবেন অর্থাৎ শুধুই পড়াবেন। তাঁরা অন্য কোনও কাজের সঙ্গে যুক্ত থাকবেন না।
গত বুধবার প্রকাশিত নয়া শিক্ষানীতিতে স্পষ্ট করে জানানো হয়েছে, শিক্ষকরা শুধু পড়ানোর কাজে যুক্ত থাকবেন। ভোট বা অন্যান্য প্রশাসনিক-সহ অন্যান্য কোনও কাজে তাঁদের নিযুক্ত থাকতে হবে না। সেই নথিতে বলা হয়েছে, ‘অশিক্ষামূলক কোনও কাজে শিক্ষকরা যে অনেক সময় দেন, তা রুখতে পড়ানোর সঙ্গে সরাসরি যুক্ত কাজ ছাড়া অন্য কোনও কাজে তাঁরা আর নিযুক্ত হতে পারবেন না।’
শিক্ষকদের নির্দিষ্ট কোন কোন কাজে আর নিযুক্ত করা যাবে না, তাও স্পষ্টভাবে ওই নির্দেশিকায় জানিয়েছে কেন্দ্র সেই নথিতে বলা হয়েছে, ‘শিক্ষকরা ভোটের কাজ, মিড ডে মিল রান্না এবং কঠোর প্রশাসিক কাজে যুক্ত থাকবেন না, যাতে তাঁরা পুরোপুরি পড়ানো-শেখানোর দায়িত্বে মনোযোগ দিতে পারেন।’
Related Posts