দেশ

কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার করা হচ্ছে, অভিযোগ তুলে মোদীকে চিঠি মমতা-সহ ৯ বিরোধী নেতার, বিরোধী জোটে নেই কংগ্রেস

এবার এক সঙ্গে জোট বাঁধল ৯ বিরোধী দল। আর এর অন্যতম মুখ হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই জোটে সামিল হল না কংগ্রেস। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে অপব্যবহার ও রাজনৈতিক উদ্দেশ্যে তাদের কাজে লাগানোর প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন বিরোধী দলের ৯ নেতা-নেত্রীরা।

এই ৯ নেতা-নেত্রী মোদীকে লেখা চিঠিতে উদ্বেগ প্রকাশ করে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার গ্রেফতারির প্রতিবাদ জানিয়েছেন। তাদের কথায়, ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার বিরোধী নেতাদের ফাঁসানো হচ্ছে। তাদের এও দাবী, যেসমস্ত নেতারা অভিযুক্ত, তারা বিজেপি যোগ দিলেই, তাদের বিরুদ্ধে আর পদক্ষেপ করা হচ্ছে না।

এর উদাহরণস্বরূপ তারা টেনে আনেন শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্বশর্মার নাম। এই ৯ বিরোধী নেতা-নেত্রীদের অভিযোগ, কেন্দ্রের নিয়োগ রাজ্যপালরাও বিরোধীদের দখলে থাকা রাজ্যের কাজে বাধা দিচ্ছেন। এভাবে গণতন্ত্রকে হরণ করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের।

জানা গিয়েছে, মোদীকে লেখা চিঠিতে বিজেপি বিরোধী অধিকাংশ বড় নেতারাই সই করেছেন। এতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব, এনসিপি নেতা শরদ পওয়ার, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের ফারুখ আবদুল্লাহদের নাম রয়েছে। আর অবশ্যই নাম রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

তবে বিরোধীদের নেতাদের এই চিঠিতে নাম নেই কংগ্রেসের। যা বেশ তাৎপর্যপূর্ণ। আসলে মণীশ সিসোদিয়ার গ্রেফতারিকে সমর্থন করেছিল কংগ্রেস। আর সম্ভবত সেই কারণেই মোদীকে লেখা এই চিঠিতে কংগ্রেসের সই নেই। কংগ্রেস ছাড়াই ৯টি বিরোধী দল যেভাবে একত্রিত হয়েছে এবার, তাতে আগামী দিনের জাতীয় রাজনীতিতে এই বিরোধী জোট নিয়ে বেশ ইঙ্গিত মিলছে।

Related Articles

Back to top button