আগামীকালই ফাঁসি হচ্ছে নির্ভয়ার ৪ অপরাধীর, স্থগিতাদেশের আর্জি খারিজ আদালতের

আগামিকাল, শুক্রবার সকালেই নির্ভয়া কাণ্ডের অপরাধীদের ফাঁসি হচ্ছে। তাদের প্রাণভিক্ষার সব আর্জি খারিজ করে দিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। এমনকি আপাতত ফাঁসির ওপর স্থগিতাদেশ দেওয়া বা ফাঁসির তারিখ পিছিয়ে দেওয়ার আবেদনও শুনলো না আদালত।
আদালত সূত্রে জানা গিয়েছে, রাত পোহালেই ফাঁসিকাঠে ঝোলানো হবে নির্ভয়া কাণ্ডের চার অপরাধী- অক্ষয় সিং ঠাকুর, পবন গুপ্তা, বিনয় শর্মা ও মুকেশ সিংহ। তাই শেষ চেষ্টা হিসাবে এদিন ফের পাতিয়ালা হাইকোর্টের দ্বারস্থ হয় চার অপরাধী। এদের আইনজীবী এদিন আদালতে জানান, তাঁর মক্কেলদের এখনও আইনি সংস্থান রয়েছে। তাই ফাঁসি পিছিয়ে দেওয়া হোক। কিন্তু আদালত তাঁর সেই আবেদন খারিজ করে দেয়।
অন্যদিকে, পবন ও অক্ষয়ের দ্বিতীয় প্রাণভিক্ষার আবেদনও রাষ্ট্রপতি খারিজ করে দিয়েছেন। ফলে চার অপরাধীদের ফাঁসি রদ করার আর কোনও আইনি বিকল্প বাকি নেই বলে এই মামলার সরকারি আইনজীবী জানিয়েছেন। তবে শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার!