জম্মু-কাশ্মীরের প্রভূত উন্নতির জন্য মোদী সরকারের প্রশংসায় পঞ্চমুখ কাশ্মীরের রাজনৈতিক দলীয় বিধায়ক মীর মহম্মদ ফায়াজ

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদ হওয়ার কারণে সেই সময় মোদী সরকারের বিরোধিতা করেছিলেন কাশ্মীরের পিপলস্ ডেমোক্র্যাটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি। তবে এবার সেই রাজনৈতিক দলেরই বিধায়ক মীর মহম্মদ ফায়াজ রাজ্যসভায় দাঁড়িয়ে কেন্দ্র সরকারের ভুয়ো প্রশংসা করলেন জম্মু-কাশ্মীরের প্রভূত উন্নতিসাধনের জন্য।
গতকাল রাজ্যসভা থেকে নিজের বিদায়ী বক্তব্যে ফায়াজ বলেন যে জম্মু-কাশ্মীরে উজ্জ্বলা যোজনা ও আরও নানান প্রকল্পের কারণে জম্মু-কাশ্মীরে অনেক উন্নতি হয়েছে। এছাড়াও এদিনের সভায় তিনি প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি, রেলমন্ত্রী পীযূষ গয়াল, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা, জিতেন্দ্র সিং ও আরও নানান মন্ত্রীর কথা উল্লেখ করে বলেন যে জম্মু-কাশ্মীরের জন্য যে কোনও সময় যে কোনও রকমের সাহায্য তিনি পেয়েছেন তাদের থেকে।
এদিন ফায়াজ বলেন যে কেন্দ্র সরকারের উজ্জ্বলা যোজনার কথা উল্লেখ করে তিনি বলেন এই যোজনার মাধ্যমে জম্মু-কাশ্মীরের মহিলাদের মধ্যে নারী ক্ষমতায়ন বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে এই অঞ্চলে ঘরে ঘরে গ্যাসের সুবিধা পেয়েছেন মহিলারা। যাঁদের আগে রান্নার জন্য জঙ্গলে কাঠ কুড়াতে যেতে হত জ্বালানির জন্য, তাঁরা এই যোজনার মাধ্যমে উপকৃত হয়েছেন। ফায়াজ এও বলেন যে তিনি যখন আগে একটি কমিটির চেয়ারম্যান ছিলেন, তখন কেন্দ্রের থেকে বছরে ৫ লক্ষ টাকা সাহায্য আসত। কিন্তু এখন প্রত্যেক বছর কমিটিতে কেন্দ্র থেকে ৫ কোটি টাকা সাহায্য আসে।
এরপরই তিনি নানান কেন্দ্রীয় মন্ত্রীর নাম উল্লেখ করে বলেন যে তাদের থেকে যখনই কোনও সাহায্যের প্রয়োজন হয়েছে, তখনই তাঁরা সাহায্য করেছেন। কোনওদিনও খালি হাতে ফিরতে হয়নি তাঁকে। এমনকি, তিনি এও বলেন যে কেন্দ্রশাসিত অঞ্চলের কিছু মানুষই সেখানে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ান।
এর আগে নরেন্দ্র মোদী একটি টুইট করে ফায়াজের জম্মু-কাশ্মীরের জন্য কাজ করার প্রয়াসের প্রশংসা করেন। এই টুইটের উত্তরে ফায়াজ টুইট করে লেখেন, “আপনার টুইটের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী। যেরকম আমি আমার বিদায়ী বক্তব্যে বলছি যে একটি ওয়ার্ডের সদস্য হওয়া থেকে রাজ্যসভার সদস্য হওয়া পর্যন্ত, আমি অনেক রাজনৈতিক ঘোরপ্যাঁচ দেখেছি। এইভাবেই জীবন চলে। আমি কথা দিচ্ছি মানুষের ভালোর জন্য আমি আমার কাজ চালিয়ে যাব”।
Thank you Hon’ble PM @narendramodi Ji for your kind words. As I mentioned in my farewell speech, my journey as a ward member to Rajya Sabha Member enlightened me with various intricacies of life. This is how life goes on. I pledge to continue my work for people's good. https://t.co/ArIrXeUC3m
— Mir Mohammad Fayaz (@MirMohdFayaz) February 9, 2021
২০১৯ সালে যখন জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদ হয়, তখন এর বিরোধিতা করেন পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি এবং পড়ে তাঁকে আটকও করা হয়।