India

Covid19 Crisis: করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর মূল্যবান ৫টি পয়েন্ট দেখে নেওয়া যাক কোনগুলি?

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বিজেপি পার্টির ৪০ তম প্রতিষ্ঠা দিবসে কার্যকর্তাদের উদ্দেশে পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্ট মেনে চলার আবেদন জানান। এই ৫টি পয়েন্ট মেনে চললে এই ভয়াবহ করোনভাইরাস-এর বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে তাতে আমরা একসঙ্গে বিজয়ী হবে।

বিজ্ঞাপন

নিম্নে এই পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সবিস্তারে আলোচনা করা হলো-

বিজ্ঞাপন

১. গরিব মানুষের জন্য রেশন ব্যবস্থা – ‘এটিকে নিয়ে একটু বড় ভাবে ভাবতে হবে। যাতে কোনো গরিব মানুষ বঞ্চিত না হয়। কোনো ক্ষুধার্থ মানুষ যেন অভুক্ত না থাকে’ – প্রত্যেকের জন্য যেন রেশন নিশ্চিত হয়

বিজ্ঞাপন

২. অন্যদের সাহায্য করতে যাওয়ার সময় নিজের মুখ ঢাকুন – এটি প্রয়োজনীয় নয় যে স্বাস্থ্য ক্ষেত্রে ব্যবহৃত মাস্কই ব্যবহার করতে হবে। ঘরে তৈরি করা মাস্কগুলোও ব্যবহার করা যেতে পারে। তাই প্রত্যেকের জন্য ৫ টি মাস্ক তৈরি করুন।

বিজ্ঞাপন

৩. মানুষকে তাঁর কাজের জন্য উৎসাহিত করুন –  গুরুত্বপূর্ণ কাজে নিয়জিতদের মনোবল বাড়ান, এজন্য মানুষকে একত্র করুন। এই করোনা ভাইরাস প্রতিরোধের জন্য – দলের কাজ হ’ল প্রতিটি স্থানীয় পরিবার থেকে এই ধন্যবাদ গ্রহণ করা এবং সেগুলো পোলিং বুথে, স্বাস্থ্যসেবা কর্মী, পুলিশ, স্যানিটেশন কর্মী, সরকারী কর্মী, পোস্ট-অফিস কর্মীদের কাছে পৌঁছে তাদের উৎসাহিত করা।’

৪. দীর্ঘ লড়াইয়ের জন্য এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ – সরকারের তরফ থেকে নাগরিকদের ভাইরাসের বিরুদ্ধে কিছু বিষয় অবহিত করতে ‘আরোগ্য সেতু‘ অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে। বিজেপি দলের প্রতিটি কর্মীর দায়িত্ব এই অ্যাপ্লিকেশনটিকে কমপক্ষে ৪০ জন লোকের ফোনে ইনস্টল করানো এবং তাতে তথ্যগুলো যথাযথভাবে তারা পূরণ করেছে কিনা তাও দেখা।

বিজ্ঞাপন

৫. সবশেষে আর্থিক সহায়তাও খুব গুরুত্বপূর্ণ – আমরা যুদ্ধের সময়ে দেখেছি, মা এবং স্ত্রী-রা তাদের গয়না এবং সোনা দান করেন, দরিদ্রদের তাদের জমানো সব কিছু উজাড় করে দেয়। আমাদের এই পরিস্থিতি কোনও যুদ্ধের চেয়ে কম নয়। আমরা দেখেছি লোকজন PM CARES তহবিলে অনুদান প্রদান করছেন। বিজেপি কার্যকর্তাদের কাছে আমার আবেদন তারাও যেন এই তহবিলে অবদান রাখেন এবং আরও ৪০ জন লোককেও এটি করার জন্য আবেদন করেন।

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading