দেশ

টেস্টিং বাড়লেই কমবে করোনা, ল্যাব উদ্বোধনে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বিশেষজ্ঞরা বলছেন যত বেশি টেস্টিং হবে ততো বেশি করোনা রোগী ধরা পড়বে ভারতে, তাতে শাপে বর হবে। রোগ নির্ণয় দ্রুত হলে চিকিৎসাও দ্রুত হবে। আজকে ভার্চুয়াল মাধ্যমে দেশের তিনটি শহরে করোনা টেস্টিং ল্যাব উদ্বোধনের সময় একই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

টেস্টিংয়ের মাধ্যমে দ্রুত করোনা রোগী চিহ্নিত করার উদ্দেশ্যেই কলকাতা, মুম্বই এবং নয়ডায় তিনটি নয়া টেস্টিং ল্যাবের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীকে তিনি আশ্বস্ত করলেন এই বলে যে অন্যান্য অনেক দেশের তুলনায় ভারত খুব দ্রুত গতিতেই সুস্থতার দিকে এগোচ্ছে।

এদিনের এই ভার্চুয়াল উদ্বোধনে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। হাজির ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরাও।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেন যে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছিল বলেই করোনা মুক্তির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ভারত। অন্য দেশের তুলনায় এখানে করোনায় মৃত্যুর সংখ্যা অনেকটাই কম। বরং সুস্থতার হার প্রতিদিনই একটু একটু করে বেড়ে চলেছে। আর টেস্টিং যত বাড়ানো হবে তত রোগ তাড়াতাড়ি ধরা পড়বে এর ফলে চিকিৎসাও তাড়াতাড়ি হবে বলে মত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কথায়, “বর্তমানে গোটা দেশে প্রতিদিন ৫ লক্ষেরও বেশি টেস্ট হচ্ছে। আগামীদিনে সেই সংখ্যাটা রোজ ১০ লক্ষ করার চেষ্টা করা হবে।” এছাড়াও ভারতের প্রত্যন্ত গ্রামেও যাতে করোনা চিকিৎসার পরিকাঠামো উন্নত করা যায় সেদিকেও লক্ষ্য রাখতে বলেছেন প্রধানমন্ত্রী।

নয়ডার ICMR- ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যানসার প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, মুম্বইয়ের ICMR- ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন রিপ্রোডাক্টিভ হেল্থ এবং কলকাতার ICMR- ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এনট্যারিক ডিজিজেসে এই তিনটি ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে দিনে ১০ হাজারেরও বেশি স্যাম্পেল টেস্ট করা যাবে। এছাড়াও অত্যন্ত কম সময়ে টেস্টের রিপোর্টও পাওয়া যাবে।

আপাতত এই ল্যাব গুলিতে করোনা টেস্টিং করা হলেও পরবর্তীকালে এই ল্যাবে হেপাটাইটিস B ও C, HIV, মাইক্রোব্যাকটেরিয়াম, টিউবারকিউলোসিস, ডেঙ্গু ইত্যাদির পরীক্ষাও করা হবে বলে জানানো হয়েছে।

debangon chakraborty

Related Articles

Back to top button