দেশ

কেন প্রয়োজন ছিল কারগিল যুদ্ধের? দেশবাসীকে প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর বার্তা শোনালেন মোদী

দেখতে দেখতে ২১ বছর কেটে গিয়েছে কার্গিল যুদ্ধের। কাশ্মীরের কার্গিল সীমান্তে ভারত-পাকিস্তানের দু’মাসের রক্তক্ষয়ী সংঘর্ষে শেষ পর্যন্ত জয়ী হয় ভারত। ভারত সেসময় পাকিস্তানের অযাচিত আক্রমনকে ছিন্নভিন্ন করে দিয়ে বুঝিয়ে দিয়েছিল যে ভারতের সঙ্গে লড়াই করা সোজা নয়। সেই সময়ে দেশের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী।

আজ সকালে মান কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্গিলে যে বীর সেনারা নিহত হয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সেইসঙ্গে কার্গিল যুদ্ধে অংশগ্রহণকারী প্রতিটি সেনা ও তাঁদের পরিবারের প্রতি তিনি সম্মান জানান। দেশের বর্তমান প্রজন্মের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কেন যুদ্ধের দরকার পড়েছিল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে তাদের সেই প্রশ্নের উত্তর দিলেন একটি অডিও বার্তার মাধ্যমে। সেই সময় কেন কার্গিল যুদ্ধের প্রয়োজন সেই নিয়ে অটল বিহারী বাজপেয়ী কিছু কথা বলেছিলেন সেইগুলোই তিনি আজকে মন কি বাতে শোনালেন।

অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন যে গান্ধীজী আমাদের একটি মন্ত্র দিয়েছিলেন যে তুমি যদি কখনো দ্বিধাবিভক্ত থাকো তাহলে গরীব বা দুর্বল মানুষের কথা সবসময় চিন্তা করবে যে তারা কী করবে। তুমি যেটা করতে চলেছ সেটা কি তাদের জন্য ভালো হবে? সেরকমই এই কার্গিল যুদ্ধ আমাদেরকে দ্বিতীয় আরেকটি মন্ত্র শিখিয়েছিল যে আমাদের দেশের যে সেনারা দিন-রাত লড়াই করে ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে রক্ষা করলেন তাদেরকে আমরা যোগ্য সম্মান দিতে পেরেছি কিনা।

Related Articles

Back to top button