দেশ

‘উত্তর-পূর্বের রাজ্যগুলিকে এটিএমের মতো ব্যবহার করেছে কংগ্রেস, কিন্তু আমাদের কাছে এই রাজ্যগুলিই লক্ষ্মী’, নাগাল্যান্ড থেকে কংগ্রেসকে তোপ মোদীর

কংগ্রেস (Congress) উত্তর-পূর্বের রাজ্যগুলিকে (North-Eastern states) এটিএমের মতো ব্যবহার করেছে। দিল্লি থেকে রিমোট কন্ট্রোল দিয়ে এই রাজ্যগুলিকে চালনা করত তারা। নাগাল্যান্ডে (Nagaland) গিয়ে শতাব্দীপ্রাচীন দলকে এভাবেই বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

আগামী সোমবার নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচন। এর আগে ডিমাপুরের সভা থেকে এভাবেই কংগ্রেসকে আক্রমণ শানালেন মোদী। নাগাল্যান্ডে এবারে এনডিপিপির সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়ছে বিজেপি। এদিন জনসভার আগে প্রধানমন্ত্রীকে সম্মানিত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। এরপরই সভায় ভাষণ দিতে গিয়ে কংগ্রেসকে নানাভাবে আক্রমণ করেন নরেন্দ্র মোদী।

সভায় তিনি বলেন, “দিল্লিতে বসে থাকা কংগ্রেস নেতারা নাগাল্যান্ডের দিকে কোনও দিন ফিরেও তাকাননি। রাজ্যের উন্নতিকে কখনও গুরুত্ব দেননি। দিল্লি থেকেই রিমোটে নাগাল্যান্ডের সরকার চালাতেন তাঁরা। দিল্লি থেকে ডিমাপুর, পারিবারিক রাজনীতিই করে কংগ্রেস”।

নাগাল্যান্ডে বিজেপির মন্ত্র হবে ‘শান্তি, অগ্রগতি, উন্নতি’। মোদীর কথায়, “এই কারণেই রাজ্যের মানুষের কাছে বিজেপির প্রতি বিশ্বাস বাড়ছে। আজ নাগাল্যান্ডের হাজার হাজার পরিবার বিনামূল্যে রেশন পাচ্ছে কেন্দ্রের কাছ থেকে। এটা হচ্ছে কেননা আমরা কংগ্রেসের মতো উত্তর-পূর্বের ৮টি রাজ্যকে এটিএম ভেবে বসিনি। আমাদের কাছে এই ৮টি রাজ্য অষ্টলক্ষ্মী”।

debangon chakraborty

Related Articles

Back to top button