অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিজের কর্তব্যে অনড়, পথচারীদের করোনার বিধি মেনে চলার আর্জি ছত্রিশগড়ের ডিএসপির

চোখ রাঙাতে শুরু করেছে করোনা। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের হার।দৈনিক সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে আড়াই লাখের বেশি।এই অবস্থায় সকলের করোনার বিধি নিষেধ মেনে চলার জন্য বারবার আবেদন করা হচ্ছে।এবার করোনার নানান গাইডলাইন পথচারীদের বাতলে দেওয়ার জন্য ও তাদের সতর্ক করার জন্য পথে নামলেন ৫ মাসের অন্তঃসত্ত্বা ডিএসপি আধিকারিক।
ঘটনাটি ঘটেছে ছত্রিশগড়ের দান্তেওয়াড়া জেলায়।সেখানকার সরকারের করোনা নিয়ে নানান গাইডলাইনের বিষয়ে পথচারীদের সতর্ক করার জন্য অন্তঃসত্ত্বা ডিএসপি নিজেই উদ্যোগ নিলেন।তাঁর নাম শিল্পা সাধু।তিনি নামলেন রাস্তায়।তাঁর কথায়, “করোনা ভাইরাস খুব দ্রুত গোটা দেশে ছড়িয়ে পড়ছে।এই সংক্রমণ রোধ করার জন্য দান্তেওয়াড়া জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে।আমরা লোকদের করোনার বিধি সম্পর্কে অবগত করার জন্য রাস্তায় নেমেছি”।
তিনি পথচলতি সব মানুষকে আর্জি জানান যে কেউ যেন বাড়ির বাইরে বের না হন এবং নিজেদের এই মারণ ভাইরাস থেকে রক্ষা করেন।তিনি এও বলেন যে “আমরা বাইরে বেরিয়েছি মানুষের রক্ষার স্বার্থে।আমরা মানুষকে ঘরে থাকতে অনুরোধ জানাচ্ছি।তাঁরা যেন কোনও কারণ ছাড়া বাড়ির বাইরে না বের হন। যদি আমরা আপনাদের জন্য রাস্তায় নামতে পারি, তাহলে আপনাদেরও উচিত বাড়িতে থাকা”।
এদিন শিল্পাকে দেখা গেল এক বাইক আরোহীকে জিজ্ঞাসাবাদ করতে।সেই বাইক আরোহী নিজের পরিবারকে নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন।শিল্পা তাঁকে জিজ্ঞেস করেন কী কারণে তিনি বাইরে বেরিয়েছেন।এই সময়ই তাঁর ছবি ধরা পড়ে। শিল্পার এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।কাজের প্রতি নিষ্ঠা ও আনুগত্য দেখে সকলে তাঁকে স্যালুট জানিয়েছেন।অন্তঃসত্ত্বা অবস্থাতেও তিনি যে মানুষের স্বার্থে নিজের কর্তব্য পালন করে চলেছেন, তা সত্যিই প্রশংসনীয়।