দেশ

দীর্ঘ লড়াইয়ের কথা বর্তমান এবং আগামী প্রজন্মের জানা দরকার। তাই মন্দিরের ২ হাজার ফুট নিচে থাকবে রামমন্দিরের ইতিহাস!

দীর্ঘ লড়াইয় পেরিয়ে আগামী ৫ই অগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে দেশের প্রধানমন্ত্রীর হাতে। উপস্থিত থাকার কথা দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও। মন্দির ট্রাস্ট সূত্রে খবর রামজন্মভূমির স্বীকৃতি আদায় করতে দীর্ঘ লড়াই করতে হয়েছে। বছরের পর বছর ধরে সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলেছে। নানা ওঠা-পড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এই লড়াইয়ের কথা বর্তমান এবং আগামী প্রজন্মের জানা অত্যন্ত জরুরি। তাই মন্দির নির্মাণ চত্বরেই একটি জায়গায় মাটির ২ হাজার ফুট নিচে মন্দির সংক্রান্ত নানা তথ্য, ইতিহাস, লড়াইয়ের কথা লিপিবদ্ধ করে একটি তামার পাত্রে রাখা থাকবে।

রামমন্দির নিয়ে যাতে ভবিষ্যতে আর কোনও বিতর্ক দানা বাঁধতে না পারে, সেই জন্যই এই উদ্যোগ। এছাড়াও আগামী দিনে যদি মন্দির নিয়ে কেউ গবেষণা করতে চান, তাঁর সুবিধা হবে। আবার মন্দির নিয়ে নতুন করে কোনও বিতর্ক দানা বাঁধারও অবকাশ থাকবে না।

প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন তিনি নিজে উপস্থিত থেকে প্রার্থনায় যোগ দেবেন বলে জানিয়ে দিয়েছেন শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও। আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী তো আগে থেকেই বলে রেখেছেন যে দিনটিকে দিওয়ালির মতো করে উদযাপন করা হবে অযোধ্যায়।

debangon chakraborty

Related Articles

Back to top button