ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতিIndia

ব্যাঙ্ক লোনে EMI দেওয়ার ওপর স্থগিতাদেশ আরও তিন মাস বাড়ালো রিজার্ভ ব্যাঙ্ক!

বিজ্ঞাপন

ব্যাঙ্ক লোনের ওপর EMI এই মুহূর্তে না দিলেও চলবে, বলে জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া! দেশে ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমনের হার। সংক্রমণ নিয়ন্ত্রণে চতুর্থ দফায় চলছে লকডাউন। বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরও তিন মাসের জন্য লোনের ওপর মোরেটোরিয়াম বৃৃদ্ধি করল। এর আগে মার্চের ২৭ তারিখ তিন মাসের মোরেটোরিয়ামের কথা জানিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ দুই দফায়, ছয় মাসের মোরেটোরিয়াম দিল শীর্ষ ব্যাঙ্ক।

বিজ্ঞাপন

সমস্ত বাণিজ্যক ব্যাঙ্কের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। বাণিজ্যিক ব্যাঙ্কের মধ্যে রিজিওনাল রুরাল ব্যাঙ্ক, স্মল ফিনান্স ব্যাঙ্ক ও লোকাল এরিয়া ব্যাঙ্কও অন্তর্ভুক্ত। এছাড়াও কো-অপারেটিভ ব্যাঙ্ক, এনবিএফসি (হাউজিং ফিনান্স কোম্পানি ও মাইক্রো ফিনান্স ইন্সটিটিউশন)-কেও মানতে হবে এই শীর্ষ ব্যাঙ্কের এই সিদ্ধান্ত। সর্বভারতীয় ফাইনান্স কোম্পানিগুলিকেও এই সুবিধার আওতায় আনা হয়েছে।

বিজ্ঞাপন

আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন ১লা জুন থেকে ৩১ অগস্ট অবধি এই বিশেষ সুবিধা দেওয়া হবে। আর্থিক নীতি কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

তবে এখন EMI না দিতে হলেও পরে কিন্তু অতিরিক্ত সুদ সমেত ফেরত দিতে হবে ঋণের টাকা। বিভিন্ন মহল থেকে আর্জি সত্ত্বেও এই মোরেটোরিয়ামের মেয়াদ কালে সুদ মুকুব করেনি আরবিআই। তাই একান্ত হাতে টাকা না থাকলেই এই মোরেটোরিয়াম নিতে বলছেন বিশেষজ্ঞরা, কারণ পরে বেশি টাকা গুনতে হবে গ্রাহকদের।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading