India

“অন্যায়ভাবে সাংবাদিকদের গ্রেফতার করা হয়েছে”, মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে বিবৃতি দিল রিপাবলিক টিভি

বিজ্ঞাপন

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মহারাষ্ট্রের রায়গড়ে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) ফার্মহাউসে ‘অনধিকার প্রবেশ’-এর (Trespassing) অভিযোগে রিপাবলিক টিভির (Republic TV) সাংবাদিক অনুজ কুমার, ভিডিও জার্নালিস্ট যশপালজিত সিং ও ক্যাব ড্রাইভার প্রদীপ দিলীপ ধানাওয়াড়েকে আটক করে মহারাষ্ট্র পুলিশ (Maharashtra Police)।

বিজ্ঞাপন

বুধবার এই বিষয়ে একটি বিবৃতি জারি করে রিপাবলিক টিভি (Republic TV) সেখানে স্পষ্ট জানানো হয়, “এই তিনজন একটি সংবাদ প্রতিবেদনের উদ্দেশ্যে অনুসন্ধানে গিয়েছিলেন। সেখানে মহারাষ্ট্র সরকার অন্যায় ভাবে তাদেরকে অনধিকার প্রবেশের অভিযোগে গ্রেফতার করেছে।”

বিজ্ঞাপন

রিপাবলিক টিভির এই টিমকে গ্রেফতার করে চারদিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু এই তিনজনকে অনধিকার প্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাই জেল হেফাজতে নেওয়ার আগে এদের জন্য আইনি কোনো ব্যবস্থা নিতে অপারগ মুম্বই পুলিশ।

বিজ্ঞাপন

রিপাবলিক টিভির বিবৃতিতে দাবি করা হয়েছে, “আমাদের সাংবাদিককে মহারাষ্ট্র সরকার থেকে চাপ দেওয়া হচ্ছে যে তিনি কী স্টোরি করেছেন, তার সংবাদসূত্র কী এসব বলার জন্য। আমাদের সাংবাদিক স্টোরি ফাঁস করবেন না। ভারতীয় সংবিধান অনুসারে সরকারের এই কাজ প্রতিবেদন প্রকাশের অধিকারকে লঙ্ঘন করছে। আমাদের সাংবাদিকদের এই বেআইনি গ্রেফতার আসলে সংবাদমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করছে এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ভেঙে দিচ্ছে।”

বিজ্ঞাপন

রিপাবলিক টিভির আরও অভিযোগ, এই গ্রেফতারের ঘটনা থেকেই স্পষ্ট যে মুখ্যমন্ত্রীর ফার্ম হাউস এর আশেপাশে কোন রকম প্রতিবেদন করতে দেওয়া হবে না।

তাদের প্রশ্ন, অনুসন্ধানের উদ্দেশ্যে এই সাংবাদিকরা শুধুমাত্র ওই ফার্ম হাউসের নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলেন। কিন্তু তাদেরকে বেআইনিভাবে হেফাজতে নেওয়া হলো উপরন্তু তাদের জন্য কোনো আইনি ব্যবস্থা নিতে দেওয়া হচ্ছে না। কোন রিমান্ড কপি না দেওয়ায় এই সাংবাদিকদের জন্য কোনরকম আইনি পদক্ষেপ নিতে পারছেনা রিপাবলিক টিভি যা অন্যায়।

বিজ্ঞাপন

তাদের সন্দেহ, এই গ্রেফতারের পিছনে যে ইন্সপেক্টর জেনারেল আছেন তার কোনো ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে রিপাবলিক টিভির উপর‌। তিনি ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতেই এই কাজ করে থাকতে পারেন বলে মনে করছে রিপাবলিক টিভি।

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading