ইডির আবেদনেই মান্যতা! অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারে তদন্তকারী সংস্থা, রায় রাউস অ্যাভিনিউ কোর্টের

অবশেষে ইডির আবেদনেই মান্যতা দিল কোর্ট। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় দিল্লি নিয়ে গিয়ে জেরা করা যাবে। আজ, সোমবার এমনটাই রায় দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। এই বিষয়ে কেন্দ্র সরকারের সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আঁতাতের অভিযোগ করে তৃণমূল সাংসদ শান্তনু সেন প্রশ্ন তোলেন যে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার প্রবণতা কেন ইডির?
গরুপাচার মামলায় গ্রেফতারের পর থেকেই ইডি আধিকারিকরা জানায় যে তাঁরা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায়। কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের ধারনা, অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে জেরা করলে অনেক অজানা তথ্যই বেরিয়ে আসবে। এনিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে মামলা দায়ের করে ইডি।
এরপর ইডি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত মণ্ডল। এর জেরে তাঁর দিল্লি যাত্রা ক্রমশ পিছতে থাকে। পরবর্তীতে দিল্লি হাইকোর্ট সেই মামলা নিম্ন আদালতে ফেরত পাঠিয়ে দেয়। এর ফলে মামলাটি চলছিল রাউস অ্যাভিনিউ কোর্টেই। গত শনিবার শুনানি শেষে রায়দান স্থগিত রাখা হয়েছিল।
তবে আজ, সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের তরফে জানানো হয়েছে যে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারে ইডি। সূত্রের খবর, অনুব্রতকে খুব দ্রুতই দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় করছে ইডি। বর্তমানে তিহার জেলে রয়েছেন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন। অনুব্রতকেও তিহার জেলেই রাখা হবে। সেখানে সায়গলের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে কেষ্টকে।
বলে রাখি, গত ১১ই আগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। তখন থেকে আসানসোল সংশোধনাগারেই রয়েছেন তিনি। একাধিকবার তাঁর জামিনের আর্জি খারিজ হয়েছে। অনুব্রতর সম্পত্তি নিয়েও একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।